NOW READING:
Apu Biswas | Hero Alom: প্রযোজকের ইউটিউব চ্যানেল হ্যাক করে ১০ লক্ষ টাকা দাবি! আইনি জালে অপু বিশ্বাস-হিরো আলম…
November 6, 2024

Apu Biswas | Hero Alom: প্রযোজকের ইউটিউব চ্যানেল হ্যাক করে ১০ লক্ষ টাকা দাবি! আইনি জালে অপু বিশ্বাস-হিরো আলম…

Apu Biswas | Hero Alom: প্রযোজকের ইউটিউব চ্যানেল হ্যাক করে ১০ লক্ষ টাকা দাবি! আইনি জালে অপু বিশ্বাস-হিরো আলম…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নায়িকা অপু বিশ্বাসের নামে প্রতারণার অভিযোগে মামলা করেছেন প্রযোজক সিমি ইসলাম। একই মামলায় আসামি করা হয়েছে হিরো আলম ও জাহিদুল ইসলামকে। গত ২৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি (১১৩৬) দায়ের করা হয় বলে জানান সিমি ইসলাম।

আরও পড়ুন- Rappa Roy Comics in Cinema: কমিক্সের পাতা থেকে এবার বড়পর্দায় রাপ্পা রায়, নেটপাড়ায় অন্য চমক স্রষ্টা সুযোগ বন্দ্যোপাধ্যায়ের…

সিমির দাবি, তাঁর ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই জেনারেল ডায়েরি করেছিলেন এবং চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির মাধ্যমে মীমাংসার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত পুরো ঘটনাটির তদন্তের দায়িত্ব দিয়েছেন তেজগাঁও থানা কর্তৃপক্ষকে।আগামী ১১ ডিসেম্বরের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৩ সালে আগস্টে বিবাদী অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম আপন মিলে সিমির ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছেন। এরপর চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েও ফিরিয়ে দেননি অপু বিশ্বাস। তাই বাধ্য হয়ে চলতি বছর জানুয়ারির ২৮ তারিখ লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন সিমি, যেখানে অভিযুক্ত করা হয় অপু ও আপনকে।

আরও পড়ুন- Rachna Banerjee | Jagadhatri Puja 2024: ‘ছেলে যেন পাশ করে যায়’! মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা রচনার…

বিষয়টি জানতে পেরে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসেন হিরো আলম। দুই পক্ষের সঙ্গে কথা বলে এর সমাধান করার আশ্বাস দেন তিনি। এরপর চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার জন্য ১০ লাখ টাকা চাওয়া হয়, বলে দাবি। জানানো হয়, অপু বিশ্বাসের পক্ষ থেকে এটি চাওয়া হয়েছে। দর-কষাকষির পর চ্যানেলটি ফিরে পাওয়ার আশায় হিরো আলমকে ৫ লাখ টাকা দেন সিমি ইসলাম।

টাকা পেয়ে চ্যানেলটি ফিরিয়ে দেন তারা। কিন্তু সিমি দেখতে পান, তাঁর ইউটিউব চ্যানেলে থাকা ভিডিওগুলো নেই। বিষয়টি অপু বিশ্বাস ও হিরো আলমকে জানান সিমি। কিন্তু তাঁরা ভিডিওগুলো ফিরিয়ে দেওয়ার নাম করে কালক্ষেপণ করেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই চলচ্চিত্র প্রযোজক সমিতিতেও কথা বলা হয়। কিন্তু কোনও সমাধান না হওয়ায় বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন সিমি।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link