<p>পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পর ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ। স্যালাইন সহ বিভিন্ন ওষুধ রাজ্য সরকারকে সরবরাহ করে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি। বারুইপুরে সংস্থার কারখানায় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরিদর্শনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১, ২২, ২৩ জানুয়ারি, পরপর ৩ দিন বারুইপুরে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির কারখানা পরিদর্শন যায় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। ওষুধে কিছু ত্রুটি পাওয়ায় উৎপাদন বন্ধের নোটিস দেওয়া হয়েছে এই সংস্থাকে। ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি ওষুধ উৎপাদন বন্ধ রাখবে, এমনই লেখা রয়েছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের দেওয়া নোটিসে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আর এল স্যালাইন ব্যবহার করে মেদিনীপুর মেডিক্যালে ১ প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে। </p>
Source link
‘ওষুধে ত্রুটি’, ফের এক সংস্থাকে উৎপাদন বন্ধের নির্দেশ, এবার কাঠগড়ায় কে?
