জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লন্ডনে বিক্ষোভের মুখ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল চ্যাথাম হাউসে এক আলোচনা সভায় যোগ দিয়ে বেরিয়ে আসছিলেন জয়শঙ্কর। সেইসম তাঁর নিরাপত্তাবেষ্টনী ভেঙে তাঁর গাড়ির সামনে চলে যায় এক এক খলিস্তানপন্থী বিক্ষোভকারী। ছিঁড়ে দেওয়া হয় জয়শঙ্করের গাড়িতে লাগানো জাতীয় পতাকা। পুলিসের সামনেই চলে ওই কাণ্ড।
আরও পড়ুন-সাতসকালে টোটোকে পেছন থেকে ধাক্কা বেপরোয়া ট্রাকের, ঘটনাস্থলেই মর্মান্তিক পরিণতি ৩ জনের
সংবাদসংস্থার খবর খলিস্তানপন্থী বিক্ষোভকারীরা চ্যাথাম হাউসে ওই আলোচনাসভা ভেস্তে দিতে প্রবল বিক্ষোভ দেখায়। কোনওক্রমে বিক্ষোভ সামাল দেয় পুলিস। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে এক ব্যক্তি প্রবল বেগে জয়শঙ্করের কনভয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সে জয়শঙ্করের গাড়ির সামনের পতাকা ছিঁড়ে দেয়। আর তাকে ঘিরে স্লোগান দিচ্ছে অনেকে। আচমকা ওই ঘটনায় অপ্রস্তুত হয়ে যায় পুলিস। পরে ওই বিক্ষোভকারীকে সরিয়ে নিয়ে যায়। ওই ভিডিয়ো যাচাই করে দেখেনি জি ২৪ ঘণ্টা। অন্য একটি ভিডিয়ো দেখা যাচ্ছে চ্যাথাম হাউসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে একদল খলিস্তানপন্থী। তারা খলিস্তানের পক্ষে স্লোগান দিচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে ব্রিটেন সফরে রয়েছেন এস জয়শঙ্কর। সেখানে তিনি রয়েছেন ৪ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত। গতকাল চ্যাথাম হাউসে বিভিন্ন বিষয়ে ব্রিটিশ বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করেন। রাজনৈতিক, বাণিজ্যিক, শিক্ষা, প্রয়ুক্তি-সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথা হয়।
Breaking: In London, a Khalistan protester tries to assault EAM S Jaishankar and shreds the Indian flag | Watch the video. pic.twitter.com/HRGcMAgDGt
— Indian InSight (@IndianInsight_) March 6, 2025
গতকাল চ্যাথাম হাউসে কাশ্মীর বিষয়ে ওঠা বিষয়ে বলেন, কাশ্মীর ভারতের নিজস্ব বিষয়। সেখানে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ মানা হবে না। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর সেখানকার উন্নতিতে কী কী পদক্ষেপ করা হয়েছে তা বিস্তারিত বলেন জয়শঙ্কর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)