জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) কখনই তাঁর জীবনে কোনওরকম নেগেটিভিটি চান না, সম্প্রতি এক সাক্ষাত্কারে এই কথাই জানান প্রিয়াঙ্কার মা ডা: মধু চোপড়া (Madhu Chopra) । এই ব্যাপারে তিনি একেবারেই তাঁর বাবা প্রয়াত অশোক চোপড়ার মতো। সারা জীবনে প্রিয়াঙ্কা শুধুমাত্র একটি পুরুষের সঙ্গেই সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন এবং সেই ব্যক্তি ওটারই যোগ্য। সম্প্রতি এক সাক্ষাত্কারে মধু চোপড়া কথা বলেন প্রিয়াঙ্কার একাধিক প্রেমিক প্রসঙ্গে।
প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া জানান যে প্রিয়াঙ্কা যে যে পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাঁদের মধ্যেই কাউকেই বিশেষ পছন্দ ছিল না তাঁর। অভিনেত্রী বরাবরই তাঁর ব্যক্তিগত জীবনের কথা শুধুমাত্র বাবার সঙ্গেই শেয়ার করতেন। মধু বলেন বাবার মতোই প্রিয়াঙ্কা সমস্ত নেগেটিভিটিকে পজিটিভিটিতে পরিবর্তন করতে পারে। পৃথিবীতে অনেক মানুষ আছেন, যাঁরা তোমাকে পছন্দ করবে না, তাদের থেকে দূরত্ব রাখাই শ্রেয়, এমনটাই বলেন মধু।
আরও পড়ুন- Sabyasachi Chowdhury: ‘সাধক বামাক্ষ্যাপা’ হয়েই এবার বড় পর্দায় সব্যসাচী, প্রকাশ্যে ফার্স্টলুক…
তিনি আরও বলেন, “প্রিয়াঙ্কা সব ধরণের পরিস্থিতি সামলাতে পারে, কিন্তু তাঁর ব্যক্তিত্বের একটি বিপরীত দিকও রয়েছে। যদি সে কাউকে অপছন্দ করে… কাট, কাট, কাট। এটা কেবল তখনই ঘটে যখন সম্পর্কটি আর ঠিক করার কোনও উপায় না থাকে। এটি কেবল একবারই ঘটেছিল, যেখানে সম্পর্কটি সাড়াই করার আর কোনও সম্ভাবনা ছিল না, এবং সে এটারই যোগ্য ছিল। কিন্তু আমি অন্যথায় এটি ঘটতে দেখিনি।” মধুকে প্রিয়াঙ্কার ছয় বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসার বিষয়ে একটি মন্তব্য সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছিলেন যে প্রিয়াঙ্কা কী বলতে চাইছেন তা তিনি নিশ্চিত নন। Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
মা হিসেবে ‘খারাপ সম্পর্কের’ সময় প্রিয়াঙ্কার পাশে কীভাবে দাঁড়িয়েছিলেন জানতে চাইলে মধু বলেন, “প্রতিটি সম্পর্কই ভালোর জন্য বা খারাপের জন্য… সে কখনোই প্রকাশ করেনি যে সে কষ্ট পাচ্ছে। সে সাতদিন ২৪ ঘণ্টা কাজ করত। বাবা যদি পাশে থাকতেন, তাহলে হয়তো বাবা তার সাথে কথা বলতেন, কিন্তু সে আসলে আমাকে এইসব কথা বলে না।” ‘ভুল ব্যক্তির’ সঙ্গে সম্পর্কে জড়ানোর ব্যাপারে প্রিয়াঙ্কাকে পরামর্শ দিতেন কিনা জানতে চাইলে মধু হেসে বলেন, “অনেকবার, ঠিক যেমন আমার বাবা আমাকে বলতেন। আমার ওর সব প্রেমিককেই মনে হতো, ওই ব্যক্তি এর জন্য সঠিক নন।” এই সাক্ষাত্কারের পরেই নেটিজেনরা অনেকেই প্রশ্ন তুলেছেন যে মধু চোপড়ার এই তোপ কি শাহরুখের বিরুদ্ধে? যদিও উত্তর পাওয়া যায়নি।
আরও পড়ুন- Shreya Ghoshal: সাইবার দুষ্কৃতীদের জালে ১৬ দিন আটক শ্রেয়া! শত আবেদনেও…
কয়েক বছর আগে ‘কল হার ড্যাডি’ পডকাস্টে উপস্থিত হয়ে প্রিয়াঙ্কা স্বীকার করেছিলেন যে সম্পর্কের ক্ষেত্রে তিনি প্রায়শই তাঁকে লোকে ব্যবহার করেছে এবং প্রায়শই তিনি তার সহ-অভিনেতাদের সঙ্গে ডেটিং করতেন। প্রিয়াঙ্কা বলেন, “আমি এক সম্পর্ক থেকে অন্য সম্পর্কে, সেখান থেকে আরেক সম্পর্কে গিয়েছিলাম। শেষ সম্পর্ক পর্যন্ত আমি নিজেকে সময় দিইনি। আমি সবসময় আমার সঙ্গে কাজ করা অভিনেতাদের বা আমার সেটে যাদের সাথে দেখা হয়েছিল তাদের ডেট করতাম। আমি কেবল ভেবেছিলাম যে সম্পর্ক কেমন হওয়া উচিত সে সম্পর্কে আমার একটা ধারণা আছে, এবং আমি সেই ধারণা থেকে খুঁজতে থাকি এবং আমার জীবনে আসা মানুষদের সেই সম্পর্কের ধারণার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতাম”।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours