# Tags
#Blog

Priyanka Chopra:বর-কনেকে কেউ দেখছেনই না, প্রিয়াঙ্কার ২০০ ক্যারাটের নেকলেসই কাড়ছে নজর…

Priyanka Chopra:বর-কনেকে কেউ দেখছেনই না, প্রিয়াঙ্কার ২০০ ক্যারাটের নেকলেসই কাড়ছে নজর…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রিয়াঙ্কা চোপড়া তার ভাইয়ের বিয়ে উপলক্ষে একটি বিশেষ লেহেঙ্গার সাথে ২০০ ক্যারেটের পান্নার নেকলেস পড়েছিলেন। যা নেটিজেনদের নজর আকর্ষন করেছে। ৭ ফেব্রুয়ারি প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া নীলম উপাধ্যায়ের সঙ্গে নতুন জীবনে পা রাখেন৷ তাই ভাইয়ের এই বিশেষ দিনে এক অতি সুন্দর সাজে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে।

আরও পড়ুন: Arijit Singh | Ed Sheeran: অরিজিতের সঙ্গে দেখা করতে জিয়াগঞ্জে এড শিরান, গঙ্গাবক্ষে ভিডিয়ো শ্যুট দুই তারকার…
 

প্রিয়াঙ্কার পান্না এবং হীরের নেকলেস নেকপিসটিকে বলা হয় ইডেন থেকে পান্না ভেনাস নেকলেস, এটি দ্য গার্ডেন অফ ওয়ান্ডার্সের হাই জুয়েলারি কালেকশন। নেকলেসটি সম্পূর্ণ করতে বুলগারি কারিগরদের প্রায় ১৬০০০ ঘন্টা লেগেছিল। নেকলেসটির মোট ওজন প্রায় ২০২.০১ ক্যারেট। যারমধ্যে নেকলেসে লাগানো হীরের পাতার ওজন প্রায় ৭১.২৪ ক্যারেট তার সঙ্গে রয়েছে ৬২টি পান্নার পুঁতি যার মোট ওজন ১৩০.৭৭ ক্যারেট। 

আরও পড়ুন: Marriage on Valentine’s day: ভ্যালেন্টাইন’স ডে-তে অত্যন্ত গোপনে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধছেন এই বলিউড অভিনেতা!

নেকপিস ছাড়াও, প্রিয়াঙ্কার কানে ছিল মুক্তা-হীরের কানের দুল এবং  আংটি ছিল হীরা আর পান্নার। এদিন প্রিয়াঙ্কার পোশাকও ছিল বেশ আকর্ষনীয়।  লেহেঙ্গাটি ছিল মনীশ মালহোত্রার ডিজাইন করা। প্রিয়াঙ্কার জুয়েলারি ব্লু লেহেঙ্গাটি রূপালী, নীল এবং সবুজের আভা ছিল পোশাকটিতে একটি ব্র্যালেট স্টাইলের ব্লাউজ পাশাপাশি একটি এ-লাইন লেহেঙ্গা স্কার্ট এবং একটি ওমব্রে অর্গানজা দোপাট্টাও ছিল।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal