NOW READING:
আজ হাইকোর্টে টেট মামলার শুনানি, প্রমাদ গুনছেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক !
April 28, 2025

আজ হাইকোর্টে টেট মামলার শুনানি, প্রমাদ গুনছেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক !

আজ হাইকোর্টে টেট মামলার শুনানি, প্রমাদ গুনছেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক !
Listen to this article


সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: SSC-র ২০১৬ সালের পুরো প্য়ানেল বাতিলের পর এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলা নিয়ে। গত সাতই এপ্রিল এই মামলার শুনানি স্থগিত হয়ে গিয়েছিল বিচারপতি সরে দাঁড়ানোয়। অবশেষে আজ ২৮ এপ্রিল থেকে এই মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হবে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের এজলাসে। অপরদিকে,  SSC-র অযোগ্যদের মাইনে ফেরত নিয়েও আজ ফের মামলা শুনবে হাইকোর্টে। 

মাথায় আকাশ ভেঙে পড়ার মতো হঠাৎ চাকরি চলে গেছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর!অন্যদিকে, প্রমাদ গুনছেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক! ২০১৪-র টেট আন্দোলনকারী অর্ণব ঘোষ বলেন, SLST যদি সামান্য একটা নদী হয়, দুর্নীতির একটা মহাসমুদ্র ২০১৪-র প্রাইমারি টেট।এই প্রেক্ষাপটে ২৮ এপ্রিল থেকে প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হবে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের এজলাসে। ৭ এপ্রিল এই মামলার শুনানি থাকলেও, বিচারপতি সৌমেন সেন এই মামলা থেকে সরে দাঁড়ানোয় শুনানি পিছিয়ে যায়।  এর আগে, ২০২৩ সালের ১৬ মে দুর্নীতির অভিযোগে, প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন 
কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। 
 
সম্প্রতি ২০১৪-র টেট পাস ও আন্দোলনকারী চাকরিপ্রার্থী  অর্ণব ঘোষ বলেছিলেন, এতদিন ধরে এত চাকরি পায়নি লোকে যে পরিমাণ চাকরি যাচ্ছে। কোন কলঙ্কময় অধ্যায়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি। যেখানে বাংলার শিক্ষা ব্যবস্থায় একটা মড়ক লেগেছে, যেখানে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলা হয়েছে। যে নির্দেশকে চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিহারা শিক্ষকরা। তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য-র ডিভিশন বেঞ্চ।

সিঙ্গল বেঞ্চের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদকে আরও নির্দেশ দিয়েছিলেন, ৩ মাসের মধ্যে ৩২ হাজার পদে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। সেই নির্দেশ বহাল রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই অংশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন করে ৩২ হাজার শিক্ষক নিয়োগের হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। 
এরপর এই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ঘুরে ওই মামলা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। অবশেষে সেই মামলা এবার গেল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। 

আরও দেখুন



Source link