ABP Ananda Live: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক ‘অভিষেক ব্যানার্জি’র নাম। প্রাথমিক নিয়োগ-দুর্নীতি মামলায় চার্জশিটে জনৈক ‘অভিষেক ব্যানার্জি’। CBI জানিয়েছে, ২০১৭ সালে সুজয়কৃষ্ণের ভদ্রের বেহালার বাড়িতে বৈঠক হয়। ‘কালীঘাটের কাকু’র সঙ্গে বৈঠকে ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ। বৈঠকের অডিও রেকর্ড করেন কুন্তলের এক কর্মী অরবিন্দ রায় বর্মন। সুজয়কৃষ্ণের বেহালার বাড়িতে বৈঠকের সেই অডিও ক্লিপ CBI-এর হাতে। আর তাতে যে কথোপথন ধরা পড়ে, তা থেকেই জনৈক ‘অভিষেক ব্যানার্জি’র নাম উঠে এসেছে। (Primary Teachers Recruitment Scam)
কে এই ‘অভিষেক ব্যানার্জি’, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তিনি কে চার্জশিটে তা খোলসা করেনি CBI. কিন্তু সেই সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। তিনি বিবৃতি দিয়ে বলেন, “তদন্তে সহযোগিতা করা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিথ্যাচার চলছে। বার বার যাবতীয় তথ্য দেওয়া সত্ত্বেও ভিত্তিহীন অভিযোগ করছে CBI. কোনও তথ্য় প্রমাণ না মেলায় ED আমার মক্কেলের (অভিষেক বন্দ্যোপাধ্যায়) বিরুদ্ধে কোনও চার্জশিট দেয়নি। আমার মক্কেলকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) হেনস্থা করাই CBI-এর চার্জশিটের উদ্দেশ্য। CBI তাদের দাবির সপক্ষে কোনও নথি পেশ করতে পারেনি। এটা আমার মক্কেলকে ফের একবার বেআইনিভাবে টার্গেট করার চেষ্টা।”