NOW READING:
বিকাশ ভবনের গুদামে CBI-র হাতে চাঞ্চল্যকর নথি, ‘TET-এ অযোগ্য প্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন পার্
October 16, 2024

বিকাশ ভবনের গুদামে CBI-র হাতে চাঞ্চল্যকর নথি, ‘TET-এ অযোগ্য প্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন পার্

বিকাশ ভবনের গুদামে CBI-র হাতে চাঞ্চল্যকর নথি, ‘TET-এ অযোগ্য প্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন পার্
Listen to this article


কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পরপর ৫ দিন সল্টলেকের বিকাশ ভবনের গুদামে তল্লাশি চালিয়ে CBI-এর হাতে এল চাঞ্চল্যকর নথি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বাজেয়াপ্ত নথিতে দেখা গেছে, এক সরকারি আমলার কাছে ২০১৪ সালের TET-এ অযোগ্য প্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

ওই চাকরিপ্রার্থীরা যে পরীক্ষায় পাস করতে পারবেন না তা ভালমতোই জানতেন তৎকালীন শিক্ষামন্ত্রী। নথিতে কয়েকজন প্রভাবশালীর নামও মিলেছে বলে CBI-এর দাবি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকায় ৭৫২ জনের নাম ছিল। এর মধ্যে প্রাথমিকে চাকরি পান ৩১০ জন। বিকাশ ভবন থেকে উদ্ধার হওয়া নথি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম হাতিয়ার বলে CBI-এর দাবি। 

আরও পড়ুন, ধর্মতলায় অনশনের আজ দ্বাদশী, হাসপাতালে ভর্তি ৬ অনশনকারী, কবে সাড়া দেবে সরকার?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও দেখুন



Source link