আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে চালু হচ্ছে ক্রেডিট বেসড সেমিস্টার ব্যবস্থা
![আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে চালু হচ্ছে ক্রেডিট বেসড সেমিস্টার ব্যবস্থা আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে চালু হচ্ছে ক্রেডিট বেসড সেমিস্টার ব্যবস্থা](https://i3.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/27/feb9b97f05fe5226a69d56dc4fb285121735305718057535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
<p>ABP Ananda Live: এবার প্রাথমিকে চালু হচ্ছে সেমিস্টার ব্যবস্থা। আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে ক্রেডিট বেসড সেমিস্টার ব্যবস্থা। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বছরে ২টি করে সেমিস্টার। জুনে প্রথম সিমেস্টার, ডিসেম্বরে দ্বিতীয় সেমিস্টার। প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া প্রশ্নেই হবে পরীক্ষা। মার্কশিটে থাকবে ক্রেডিট পয়েন্ট।</p>
<p> </p>
<p>আরও খবর, জগদ্দল থানায় হাজিরা দিচ্ছেন না অর্জুন সিংহ। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠালেন ব্যারাকপুরের বিজেপি নেতা। রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন, ২ জানুয়ারির পর যে কোনও দিন দেখা করবেন, উল্লেখ চিঠিতে। অর্জুন সিংহ বাড়িতে আছেন কিনা দেখতে আজ মজদুর ভবনে যায় জগদ্দল থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগসাজসের অভিযোগ করায় অর্জুন সিংহর বিরুদ্ধে FIR করে তৃণমূল কংগ্রেস। ব্য়ারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। আজ অর্জুন সিংহকে থানায় তলব করে পুলিশ</p>
Source link