<p><strong>উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা:</strong> রাজ্যের অন্যতম উৎকর্ষ কেন্দ্র হিসেবে পরিচিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানির অভিযোগ। যার জেরে পণ্ড হয়ে গেল ফেস্ট। শিল্পীদের ডেকে নিয়ে এসেও মাঝপথে বন্ধ করে দিতে হল অনুষ্ঠান। ঘটনার নেপথ্যে উঠে আসছে দুই ছাত্র সংগঠন IC ও SFI এর সংঘাত। অশান্তির জল গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত। দায়ের হয়েছে অভিযোগও।</p>
<p>শতাব্দী প্রাচীন ঐতিহ্যের শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্যের অন্যতম উৎকর্ষ কেন্দ্র হিসেবে পরিচিতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বেনজির কাণ্ড ঘটল। চলছিল ফেস্টের অনুষ্ঠান। মঞ্চে উঠে তা থামিয়ে দিলেন একদল ছাত্রী। ব্যান্ডের শিল্পীরা তখন হতবাক! কী করবেন বুঝে উঠতে পারছেন না। নামা তো দূরের কথা, উল্টে মঞ্চে আরও ছাত্রীরা উঠে পড়েন। অনুষ্ঠানের উদ্যোক্তা বনাম বিক্ষোভকারী, তুমুল সংঘাতে ফেস্ট তখন শিকেয়। <br /><br />শুক্রবার, আন্তর্জাতিক ভাষা দিবসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ে আয়োজিত হয়েছিল ফেস্ট ‘আইকন’। ছাত্র সংগঠন IC-র তরফে বরাবরই এই ফেস্টের আয়োজন করা হয়। শুক্রবার অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে অনুষ্ঠান থামিয়ে শ্লীলতাহানির অভিযোগে সরব হন ছাত্রীদের একাংশ। বিশ্ববিদ্যালয়েরই এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে অনুষ্ঠান চলাকালীন মত্ত অবস্থায় এক বর্তমান ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। তা নিয়ে ধুন্ধুমার বেঁধে যায়। ফেস্টের উদ্যোক্তা ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা চলে। তা ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। বিক্ষোভকারীদের তরফে দাবি করা হয়, অভিযুক্ত প্রাক্তনীকে ক্ষমা চাইতে হবে। দু’পক্ষের টানাপড়েনে মঞ্চের অশান্তি ক্য়াম্পাসের আনাচেকানাচে ছড়িয়ে পড়ে। ঘটনার নেপথ্যে উঠে আসছে দুই ছাত্র সংগঠন IC ও SFI এর সংঘাত। </p>
<p>ফি বছর প্রেসিডেন্সিতে ‘আইকন’ ফেস্টের আয়োজন করে IC, আর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে SFI. সূত্রের খবর, ক্রিকেট টুর্নামেন্টের পিচ যাতে নষ্ট না হয়, তার জন্য উদ্যোক্তাদের তরফে একটা ব্যারিকেড করা হয়েছিল। ওই মাঠেই ফেস্ট থাকায়, অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে ক্রিকেট টুর্নামেন্ট উদ্যোক্তাদের সম্প্রতি বিবাদ হয়। আর তারপরই ফেস্টের অনুষ্ঠান ঘিরে এই কাণ্ড। এই ঘটনায় অভিযুক্তপক্ষের কোনও বক্তব্য এখনও মেলেনি। অশান্তির জল গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত। দায়ের হয়েছে অভিযোগ।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="CPM State Conference: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে প্রস্তুতির ডাক সিপিএমের" href="https://bengali.abplive.com/district/west-bengal-kolkata-cpm-calls-for-preparations-from-state-conference-stage-1121786" target="_self">CPM State Conference: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে প্রস্তুতির ডাক সিপিএমের</a></strong></p>
Source link
শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানে শ্লীলতাহানির অভিযোগ, বন্ধ হয়ে গেল প্রেসিডেন্সির ফেস্ট
