WATCH | Marco Jansen: ৬ ফুট ৮ ইঞ্চির পেসার, উচ্চতায় নাজেহাল ইন্টারভিউয়ার, দেখুন কী বুদ্ধিই না খাটালেন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্তমান সময়ের সবচেয়ে লম্বা এবং অলরাউন্ডার ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকার মার্কো জ্যানসেন, যার উচ্চতা ৬’৮”। তাঁর প্রত্য়েকটি পারফরম্যান্সই অসাধারণ, তিনি ব্যাট ও বল, দুইই খেলেন একই রকমভাবে। তাঁর এই বহুমুখী প্রতিভার জন্য তিনি দক্ষিণ আফ্রিকা দলের এক অন্যতম খেলোয়াড়। তাঁর অধিক উচ্চতায় বল করার কারণে বিপরীত পক্ষকে বেশ বেগ পেতে হয়। তিনি বর্তমানে দক্ষিণ আফ্রিকা টি২০ -তে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলছেন এবং তাঁর পারফরম্যান্স সকলকে মুগ্ধ করে চলেছে অনবরত।
আরও পড়ুন: Mohun Bagan News | Ashique Kuruniyan: বারবার ভুগিয়েছে চোট, কবে কামব্যাক করছেন আশিক? জানিয়ে দিলেন বাগান তারকা নিজেই…
তাঁর উচ্চতা ব্যাটসম্যানদের অনেক সমস্যার সৃষ্টি করে। এছাড়াও, এটি টিভি উপস্থাপকদের জন্যও বেশ উদ্বেগের কারণ হয়ে উঠেছে কারণ তাঁর উচ্চতা এতটাই যে তাঁর সাক্ষাৎকার নিতে চেয়ারের উপর তাঁদের দাঁড়াতে হয়েছিল। এই পোস্টটি শেয়ার করেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ তাদের অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডেলে। এই ঘটনাটি দেখা যায় প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ দক্ষিণ আফ্রিকা টি২০ ২০২৫ ম্যাচে, যেখানে তিনি মাত্র ১৩ রান করে চার উইকেট করতে সক্ষম হয়েছিলেন। এই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, “আপনি যখন মার্কোর সঙ্গে কথা বলছেন, তখন আপনাকেও ধাপে ধাপে উঠতে হবে – আক্ষরিক অর্থে!”
সানরাইজার্স ইস্টার্ন কেপ প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা টি২০ ম্যাচটি ৫২ রানের ব্যবধানে জিতেছে। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ ৫৫ বলে ৬৮ রান, এরফলে ১৪৯/৭ স্কোর করে তারা, যার মধ্যে ছিল পাঁচটি চার এবং দুটি ছক্কা। ম্যাচের শুরুটা তারা ভালো করতে পারেনি, কারণ একটি পর্যায়ে তাদের স্কোর ৯২/৬ -এ নেমে গিয়েছিল। তবে, মার্করামের পাঁচ নম্বরে ব্যাট করার সময়ে তাদের স্কোর উপরে উঠে আসে। মার্কো জ্যানসেন এবং লিয়াম ডসন যথাক্রমে ২৪ এবং ২৫ রান করেছিলেন, যা সানরাইজার্স হায়দ্রাবাদ ইস্টার্ন কেপকে প্রথম ইনিংসেই হাড্ডাহাড্ডি স্কোর তৈরি করতে সাহায্য করেছিল।
আরও পড়ুন: WATCH | Who Is Umar Nazir Mir | Ranji Trophy 2024-25: উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি, আগুন ঝরালেন আরব সাগরের তীরে! রোহিত-রাহানে-দুবের শিকারি কে?
লক্ষ্যে পৌঁছোতে মাঠে নেমে প্রিটোরিয়া ক্যাপিটালস মাত্র ৯৭ রানেই থেমে যায়। তাই মার্কো জ্যানসেন আবারও শীর্ষে উঠে গিয়েছিলেন। এই দুর্দান্ত ম্যাচটিতে লিয়াম ডসন তিনটি উইকেট নিয়েছিলেন তারা হলেন -রিচার্ড গ্লিসন, অটনিল বার্টম্যান ও সাইমন হার্মার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)