জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার প্রথম। দীঘায় জগন্নাথ ধামে অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা। পদপিষ্টের ঘটনা এড়াতে এক কিমি পথজুড়ে থাকবে রথের রশি! রথের দিনে মুখ্যমন্ত্রী নিজে থাকবে দীঘায়। তিনি সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার পর শুরু হবে জগন্নাথের রথযাত্রা। প্রস্তুতি বৈঠক হয়ে গেল নবান্নে।
আরও পড়ুন: Kalighat Horror: ভরদুপুরে কালীঘাটে খুন! গাড়ি রাখা নিয়ে সামান্য বচসায় কোপানো হল সোনার দোকানের কর্মীকে…
আর পুরী যেতে হবে না। জগন্নাথ দর্শন এবার দীঘাতেই। অক্ষয় তৃতীয়া দিনে দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেছেন মুথ্যমন্ত্রী। রথের দিন সেখানে প্রচুর ভক্তের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। কত? ২ লক্ষের বেশি বলে অনুমান করছে প্রশাসন। ফলে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন। আজ, শুক্রবার নবান্নের প্রস্তুতি বৈঠক করলেন মুখ্য়মন্ত্রী।
ভক্তরাও রথের রশি স্পর্শ করতে পারবেন, আবার পদপিষ্টের ঘটনা এড়ানো যাবে। মুখ্য়মন্ত্রীর নির্দেশেই দীঘায় রথে রশি দৈর্ঘ্য এক কিমি হতে চলেছে। পুলিসি ব্যবস্থা ও নিরাপত্তা নজরদারির জন্যও মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। দিঘায় সমস্ত হোটেলে বুকিং হয়ে গিয়েছে। রথের প্রস্তুতি বৈঠকে হোটেলে ভাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সমস্যা সমাধানে হোটেল মালিকদের সঙ্গে পর্যটন দফতরকে বৈঠক করতে বলা হয়েছে।
আরও পড়ুন: Summer vacation news: তাপপ্রবাহের পরিস্থিতি! ফের স্কুল ছুটির নির্দেশ, কতদিন ছুটি পড়ুয়াদের? কবে খুলবে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)