জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) পরেই শুরু আইপিএল (IPL 2025)। দেশ-বিদেশের ক্রিকেট ভক্তরা, সারা বছর এই টুর্নামেন্টের অপেক্ষায় থাকেন। আগামী ২২ মার্চ আইপিএলের বোধন ইডেন গার্ডেন্সে। ক্রিকেটের নন্দনকাননেই মেগাফাইনাল ২৬ মে। লিগের পূর্ণাঙ্গ সূচি ঘোষিত হয়ে গিয়েছে।
এবার আইপিএলের ১৮তম সংস্করণের বল গড়ানোর অপেক্ষা। আইপিএলে এবার দুরন্ত স্কোয়াড তৈরি করেছে পঞ্জাব কিংস (Punjab Kings in IPL 2025), ব্যাটে-বলে দুর্দান্ত সব তারকারা রয়েছে। বাজারে এই দলের ৯২৫ মিলিয়ন মার্কিন ডলারের মূল্যায়ন। ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিকানা রয়েছে বলি অভিনেত্রী প্রীতি জিন্টারও (Preity Zinta)।
আরও পড়ুন: ৯২৫ মিলিয়ন ডলারের IPL দলের মালকিন, BJP-যোগে ১৮ কোটির ঋণ মকুব? বিস্ফোরক প্রীতি…
প্রীতি নিজের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে! প্রীতি তাঁর এক্স হ্যান্ডেলে ‘পিজেড চ্যাট’ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে, তাঁকে যা খুশি প্রশ্ন করা যাবে। আইপিএল দলের মালকিনকে একজন প্রশ্ন করেছিলেন যে, তিনি কি রাজনীতিতে যোগ দেবেন? যার উত্তরে প্রীতি বলেন, ‘রাজনীতিতে আমার না। বছরের পর বছর আমাকে বিভিন্ন রাজনৈতিক দল ভোটের টিকিট থেকে শুরু করে রাজ্যসভার আসনের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছি। কারণ রাজনীতি আমার পছন্দ নয়। আর আমাকে সৈনিক বলা সম্পূর্ণ ভুল নয়, কারণ আমি এক সৈনিকের মেয়ে এবং আরেক সৈনিকের বোনও। আমরা ফৌজির ছেলেমেয়েরা একটু আলাদাই। আমরা উত্তর ভারতীয় বা দক্ষিণ ভারতীয়, হিমাচলের মানুষ বা বাঙালি ইত্যাদি নই। আমরা শুধুই ভারতী। এবং হ্যাঁ, দেশপ্রেম এবং জাতীয় গর্ব আমাদের রক্তে। যদি আপনি জানেন তো আপনি জানেন।’ হেমা মালিনী থেকে শুরু করে শত্রুঘ্ন সিনহা, কঙ্গনা রানাউতের মতো বলিউডের অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী রাজনীতিতে এসেছেন। তবে প্রীতি সাফ বুঝিয়ে দিলেন যে, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছাই তাঁর নেই।
আরও পড়ুন: লাল-হলুদের জয়ের হ্যাটট্রিক! আদৌ কি আইএসএল প্লেঅফ সম্ভব? এক ঝলকেই জলের মতো বুঝে নিন
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
মহাকুম্ভে ডুব দেওয়া প্রীতির সময় কিন্তু ভালো যাচ্ছে না। ঋণ বিতর্কে জড়িয়েছে তাঁর নাম! ‘কংগ্রেস কেরালা’ নামের এক্স হ্যান্ডেল থেকে প্রীতিকে মোক্ষম আক্রমণ করা হয়েছিল। সেখানে একটি খবরের শিরোনামের স্ক্রিনশটের সঙ্গে প্রীতির ছবি জুড়ে লেখা হয়েছিল যে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি বিজেপিকে দিয়ে ১৮ কোটি টাকা মুকুব করিয়েছেন প্রীতি। যার জেরে সেই ব্যাংকের অবস্থা ভেঙে পড়েছে। আমানতকারীরা তাঁদের টাকার জন্য রাস্তায় নেমেছেন। প্রীতি তাঁর পাল্টাও দিয়েছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)