NOW READING:
WATCH | Mahakumbh Mela 2025: পুণ্যের মহাকুম্ভে কোন ‘বিষ’ খাবার? ‘ভান্ডারা’য় মেশানো হচ্ছে ছাই!
January 31, 2025

WATCH | Mahakumbh Mela 2025: পুণ্যের মহাকুম্ভে কোন ‘বিষ’ খাবার? ‘ভান্ডারা’য় মেশানো হচ্ছে ছাই!

WATCH | Mahakumbh Mela 2025: পুণ্যের মহাকুম্ভে কোন ‘বিষ’ খাবার? ‘ভান্ডারা’য় মেশানো হচ্ছে ছাই!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিতর্ক যেন পিছু ছাড়ছে না এবারের মহাকুম্ভকে। প্রথমে মৌনী অমাবস্যার দিন পুণ্যস্নানের সময় পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু। তারপর মহাকুম্ভে অগ্নিকাণ্ড। পুড়ে ছাই একের পর এক তাঁবু। আর এবার সামেন এল এমন এক ভিডিয়ো, যা দেখে চোখ কপালে উঠে যাবে সবার! মহাকুম্ভের ‘ভান্ডারা’ খাবারে মেশানো হচ্ছে ছাই! মেশাচ্ছেন এক পুলিস অফিসার। 

ঘটনাটি ধরা পড়েছে জনৈকের ক্যামেরায়। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ভিডিয়োতে যে পুলিস অফিসারকে দেখা যাচ্ছে, তাঁর নাম ব্রিজেশ তিওয়ারি। তিনি সোরাওয়ের স্টেশন-ইন-চার্জ। ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাঁকে। পাশাপাশি গোটা ঘটনার রিপোর্ট তলব করেছেন ডিসিপি গঙ্গানগর।

প্রসঙ্গত, বুধবার মৌনী অমাবস্যার দিনই মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩০ জন পুণ্যার্থী। আহত প্রায় ৬০। এই ঘটনার পরই কুম্ভে নিরাপত্তা থেকে নিয়মকানুন আরও কড়া করেছে যোগী প্রশাসন। ভিড় নিয়ন্ত্রণে বেশ কিছু নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে। যোগী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৩, ১২ ও ২৬ ফেব্রুয়ারির বিশেষ পুণ্যস্নানের দিন কোনও VVIP পাস থাকবে না। পাশাপাশি নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচলও।   

আরও পড়ুন, Mahakumbh 2025 Stampede: মহাকুম্ভে মহাবিপত্তি! পুণস্নানের মধ্যেই পদপিষ্ট! চিৎকার, হাহাকার, দেখুন বীভৎস ছবি…

আরও পড়ুন, OnlyFans Model: এক ‘অদ্ভূত’ কারণে একদিনে ১০০ পুরুষের শয্যাসঙ্গী হতে চায় এই সুন্দরী! শেষে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link