জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই আশিতম জন্মদিনে নতুন ছবির ঘোষণা করেছিলেন প্রভাত রায় (Prabhat Roy)। গরমকাল কাটলেই সেটে ফেরার কথা ছিল বর্ষীয়ান পরিচালকের। কিন্তু এরই মাঝে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক। দীর্ঘদিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছেন। তাঁর ডায়ালিসিস চলছে অনেক দিন ধরেই। এবার ফের হাসপাতালে পরিচালক।
আরও পড়ুন- Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝড়ে লন্ডভন্ড হওয়ার আশঙ্কা উত্তরের ৫ জেলা…
প্রভাত রায়ের মেয়ে একতা ভট্টাচার্য জানান, ‘তিনি স্থিতিশীল, কিন্তু সংক্রমণের সংখ্যা এখনও উদ্বেগের বিষয়। শুক্রবার রক্তের নতুন রিপোর্ট আশা করছি, এবং তার উপর ভিত্তি করে আমি আরও স্পষ্ট আপডেট জানাতে পারব। তিনি কিছুটা অস্থির এবং বারবার বাড়ি ফিরে যাওয়ার জন্য, তাঁকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন। তবে, ডাক্তারের পরামর্শ অনুসারে, তাঁকে আরও কমপক্ষে কয়েক দিন পর্যবেক্ষণে থাকতে হবে’।
দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি এখন। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। জানা যায় যে পার্মক্যাথ অর্থাৎ পার্মানেন্ট ক্যাথিটারে সংক্রমণ হয়েছে প্রভাত রায়ের। বুধবার রাতে অস্ত্রোপচার হয়েছে পরিচালকের। জটিল অস্ত্রোপচারের পর এখন চিকিৎসকদের লক্ষ্য পরিচালকের দেহ থেকে সংক্রমণ কমানো।
আরও পড়ুন- Dipika Kakar: গুরুতর অসুস্থ দীপিকা, হবে অস্ত্রোপচারও! স্ত্রী ও সদ্যোজাতকে নিয়েও চিন্তিত শোয়েব…
হঠাত্ কী হল? এই প্রসঙ্গে একতা বলেন, “দু’দিনের জন্য হায়দরাবাদে যেতে হয়েছিল। আমার স্বামী কর্মসূত্রে ওখানেই থাকেন। বাবিই (প্রভাত) জোর করে পাঠিয়েছিলেন। আমি ফোনে যোগাযোগ রাখছিলাম। রাতে কী মনে হয়েছিল তাই ভিডিয়ো কল করেছিলাম। তখনই দেখি চোখের নীচটা ফুলেছে। পরিস্থিতি ঠিক মনে হয়নি। তৎক্ষণাৎ প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করি। রক্তচাপও কিছুটা বেড়েছিল। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নিই। চিকিৎসকেরা জানিয়েছেন পামক্যাথে সংক্রমণ। অস্ত্রোপচারও হয়েছে। সংক্রমণ কমানোই এখন মূল লক্ষ্য তাঁদের”। আপাতত আইসিইউতে ভর্তি পরিচালক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)