জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনসংখ্য়ায় ইতিমধ্যেই চিনকে ছাপিয়ে গিয়েছে ভারত। তবে চিনের জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকলেও ভারতের ক্ষেত্রে তা হচ্ছে না। একটি রিপোর্ট বলেছে ২০৩৬ সালে অর্থাত্ আগামী ১২ বছরে ভারতের জনসংক্যা হবে ১৫২.২ কোটি। তবে আশার কথা হল আগামী ১২ বছরের ভারতের বাড়তে চলেছে মহিলাদের সংখ্যা। এমনটাই বলছে কেন্দ্রের একটি রিপোর্ট।

আরও পড়ুন- ‘নির্বিচারে গণহত্যা’র দায়ে শেখ হাসিনা-সহ ৭ জনের বিরুদ্ধে এবার খুনের মামলা…

২০১১ সালের পরিসংখ্যান বলছে মহিলাদের হার ছিল শতকরা ৪৮.৫ শতাংশ। এবার তা বাড়ছে। ওই হার হতে চলেছে ৪৮.৮ শতাংশ। ২০১১ সালে ১০০০ পুরুষের ক্ষেত্রে মহিলাদের সংখ্যা ছিল ৯৪৩ জন। ২০৩৬ সালে সেটা বেড়ে দাঁড়াবে এক হাজার জন পিছু ৯৫২ জন নারী।  তবে খারাপ খবর হল ২০৩৬ সালে ১৫ বছর বয়সী মানুষের সংখ্যা কমতে পারে। বাড়বে ৬০ বছর বয়সী মানুষের সংখ্যা।

আরও একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রকাশিত হয়েছে ওই পরিসংখ্যানে। সেখানে বলা হয়েছে ২০১৬ সালে ২০ থেকে ২৪ বছর বয়সী মহিলাদের প্রজনন হার ছিল ১৩৫.৪ শতাংশ। ২০২০ সালে তা কমে হয়েছে ১২০.৬ শতাংশ। ২০১৬ সালে ২৫-২৯ বছরের মহিলাদের প্রজননের হার ছিল ১৬৬.০। ২০২০ সালে তা কমে দাঁড়িয়েছে ১৩৯.৬ শতাংশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *