# Tags
#Blog

Actor Death: আসন্ন ২ সিনেমার রিলিজ! ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার দেহ…

Actor Death: আসন্ন ২ সিনেমার রিলিজ! ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার দেহ…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের দুঃসংবাদ বিনোদুনিয়ায়। ফ্ল্যাট থেকে উদ্ধার করা হল জনপ্রিয় অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। তিনি হলেন কোরিয়ান অভিনেতা সং জে রিম। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের এক অ্যাপার্টমেন্টে থাকতেন অভিনেতা। সেখানে থেকেই উদ্ধার হয় তাঁর দেহ। পাওয়া গিয়েছে সুইসাইড নোটও। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন- Rupali Ganguly: সত্‍ মেয়ের বিরুদ্ধে ৫০ কোটির মানহানি মামলা রুপালীর, মামলার নোটিস পেয়েই…

সং জে রিমের মৃত্যু থেকে তৈরি হয়েছে রহস্য। অভিনেতার মৃতদেহের পাশে দুই পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে। কিন্তু যে অভিনেতা পুরোদমে ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন তিনি আচমকা আত্মহত্যা করবেন কেন? তাহলে কি এটি আত্মহত্যা নয়, বরং খুন? তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়ার পুলিস। প্রশ্ন উঠছে কেই বা প্রথম দেখতে পায় অভিনেতার দেহ। 

মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ পুলিসের কাছে তাঁর মৃত্যুর খবর যায়। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফ্ল্যাটের ভিতরে ৩৯ বছরের তারকার দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। প্রথমেই জায়গাটি সিল করে দেওয়া হয়। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

আরও পড়ুন- Dev | Khadan: বড়দিনে ‘রাজা’ দেব! একঝলকেই তুলকালাম নেটপাড়া…

অনেক ছোট বয়সেই মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন সং জে রিম। ২০০৯ সালে ‘অ্যাকট্রেসেস’ সিনেমায় ডেবিউ করেন তিনি। অল্প সময়ের মধ্যেই খ্যাতি পান অভিনেতা। ‘দ্য সাসপেক্ট’, ‘অন ইওর ওয়েডিং ডে’, ‘গুড মর্নিং’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কোরিয়ান ড্রামাতেও বেশ জনপ্রিয় ৩৯ বছরের অভিনেতা। ‘মুন এমব্রেসিং দ্য সান’, ‘টু উইকস’, ‘ক্যুইন উ’ সিরিজে নজর কাড়েন তিনি। এখনও দুই নতুন সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তাহলে কেন আত্মহত্যা করলেন? প্রশ্ন অনুরাগীদের। 

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal