NOW READING:
Pope Francis: এখনও কি অত্যন্ত সংকটজনক পোপ ফ্রান্সিস? চলছে বিশ্ব জুড়ে প্রার্থনা…
February 24, 2025

Pope Francis: এখনও কি অত্যন্ত সংকটজনক পোপ ফ্রান্সিস? চলছে বিশ্ব জুড়ে প্রার্থনা…

Pope Francis: এখনও কি অত্যন্ত সংকটজনক পোপ ফ্রান্সিস? চলছে বিশ্ব জুড়ে প্রার্থনা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন পোপ ফ্রান্সিস। খুবই বৃদ্ধ তিনি। ৮৮ বছর বয়স। খুবই সংকটজনক অবস্থা পোপ ফ্রান্সিসের। তা হলেও তিনি অবশ্য সচেতন আছেন। ভ্যাটিকান জানিয়েছে, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। প্লেটলেটের সংখ্যা কম। তাই তাঁকে বেশ কয়েক ইউনিট রক্তও দিতে হয়েছে।

আরও পড়ুন: Tangra Murder Case: নাবালকের বয়ানের ভিত্তিতেই প্রসূন দে’কে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেবে পুলিস? নাকি…

এদিকে হাসপাতালে ভর্তির পর এই প্রথম একটি এক্স পোস্টে পোপ ফ্রান্সিস সারা বিশ্বের কোটি কোটি মানুষকে তাঁর সুস্থতার প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। পোপ ফ্রান্সিস X-হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘সম্প্রতি আমি অনেক বার্তা পেয়েছি। শিশুদের চিঠি এবং আঁকা ছবিগুলি আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। বিশ্ব জুড়ে যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন তাঁদের ধন্যবাদ।’

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন আমাদের গুগল নিউজে

বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন পোপ ফ্রান্সিস। শনিবার ভ্যাটিকান পোপের শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটজনক বলে উল্লেখ করেছিল। জানিয়েছিল তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। রবিবার ভ্যাটিকানে পোপের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনার আয়োজনও করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই তাঁর দুই ফুসফুসেই নিউমোনিয়া ধরা পড়ে। হাসপাতাল সূত্রেও খবর, পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক।

আরও পড়ুন: Tangra Murder Case: নাবালকের বয়ানের ভিত্তিতেই প্রসূন দে’কে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেবে পুলিস? নাকি…

রোমের ভ্যাটিকান পোপের শারীরিক অবস্থাকে ‘গুরুতর’ বলে উল্লেখ করেছে। ৮৮ বছর বয়সি পোপের ফুসফুসের রোগের ইতিহাসও রয়েছে। পোপের ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে। তাঁর ‘অ্যাজমা-লাইক রেসপিরেটরি ক্রাইসিস’ চিহ্নিত হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link