<p><strong>আবির দত্ত, কলকাতা:</strong> শহরে ফের দুর্ঘটনা। এবার পড়ুয়া সহ দুর্ঘটনার কবলে পড়ল পুলকার। দাঁড়িয়ে থাকা কন্টেনারে সজোরে ধাক্কা মারে ওই পুলকার। ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে ওই পুলকার। ঘটনায় গুরতর জখম হয়েছে এক ছাত্রী ও চালক।</p>
<p><strong>দুর্ঘটনার কবলে পড়ল পুলকার:</strong> দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে গেছে পুলকারের সামনের অংশ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাচের টুকরো। একনজরে দেখলেই বোঝা যাচ্ছে কী প্রচন্ড ধাক্কা লেগেছে গাড়িতে। সকাল সাড়ে ৯টা নাগাদ প্রতিদিনের মতোই পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল পুলকারটি। তখনই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ধাপা রোডে পুলকার দুর্ঘটনায় গুরুতর আহত ১৩ বছরের এক ছাত্রী ও পুলকার চালক। দুমড়ে মুচড়ে গিয়েছে পুলকার। সায়েন্স সিটির দিক থেকে ধাপার দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে ধাক্কা মারেন পুলকারের চালক। পুলকারের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গুরুতর আহতদের NRS হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।</p>
<p>একের পর এক দুর্ঘটনা, কোথায় ফিরছে হুঁশ? কলকাতায় ফের বেপরোয়া পুলকারের দুর্ঘটনার পর উঠছে প্রশ্ন। এক প্রত্যক্ষদর্শীর দাবি, "সায়েন্স সিটির দিক থেকে গাড়ি আসছিল। এখানে একটা বড় গাড়ি দাঁড়িয়েছিল তার পিছনে ধাক্কা মারে। সজোরে ধাক্কা মারে। গাড়িটার খুব পিক আপ ছিল। গাড়ির সামনের দিকটা দুমড়ে মুচড়ে গেছে। গাড়িতে ৩ জন ছিল। চালকের মাথা ফেটে গেছে, পায়ে চোট লেগেছে।”</p>
<p>মঙ্গলবার সল্টলেকে স্কুল থেকে ফেরার সময় দু’টি বাসের রেষারেষিতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার। সেই ঘটনায় পথ অবরোধ করে পুলিশকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। যেখানে হয়েছে ঘটনা। তার থেকে ১০০ পা দূরে ট্রাফিক কিয়স্ক। সেখানে রেষারেষি করতে গিয়ে এই ঘটনা। পুলিশ আসেনি বলে অভিযোগ। বাসটিতেও ভাঙচুর চালানো হয়। দুই বাসের চালক <a title="অমরনাথ" href="https://bengali.abplive.com/topic/amarnath" data-type="interlinkingkeywords">অমরনাথ</a> চৌধুরী এবং সঞ্জয় দত্তকে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। সেই ঘটনার দু’দিন পেরোতে না পেরোতেই ফের দুর্ঘটনায় জখম হল এক স্কুল পড়ুয়া। <strong><br /></strong></p>
<p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em> </u></strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title="Hooghly News: অর্থাভাবে মেলেনি অ্যাম্বুলেন্স, টোটোতে সালার থেকে কলকাতার হাসপাতালে রোগী" href="https://bengali.abplive.com/district/hooghly-news-patient-came-to-kolkata-from-salar-in-toto-1105384" target="_self">Hooghly News: অর্থাভাবে মেলেনি অ্যাম্বুলেন্স, টোটোতে সালার থেকে কলকাতার হাসপাতালে রোগী</a></strong></p>
Source link
কোথায় ফিরছে হুঁশ? বেপরোয়া গতির জেরে এবার দুর্ঘটনার কবলে পড়ুয়া সহ পুলকার
Read Time:4 Minute, 54 Second