হকার উচ্ছেদেও আমরা-ওরা? বর্ধমানে ভাঙা হল না INTTUC-র ইউনিয়ন অফিস

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ (Hawker eviction drive) করা হলেও ফুটপাত দখল করে থাকা বেআইনি আইএনটিটিইউসি (INTTUC) পরিচালিত ইউনিয়ন অফিস ভাঙল না বর্ধমান (Burdwan) পুরসভা। যার জেরে তুমুল বিতর্ক শুরু হয়েছে বর্ধমানের রাজনৈতিক মহলে। এদিকে ফুটপাথের ওপর থাকা দোকান ভাঙার জন্য পুরসভার চেয়ারম্যানকে ঘিরে ক্ষোভ প্রকাশও করেন হকাররা।

আরও পড়ুন: Chandipur News: স্কুলে যেতেন না নিজে, কাজ চালাতেন অন্যকে দিয়ে ! শোকজ তৃণমূলের শিক্ষক-নেতাকে

বৃহস্পতিবার সকাল থেকেই হকার উচ্ছেদ শুরু হয়েছিল নার্স কোয়াটার মোড় থেকে বর্ধমান হাসপাতাল সংলগ্ন এলাকায়। প্রথমে নার্স কোয়াটার মোড়ে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় ফুটপাত দখল করে থাকা একাধিক দোকান। ভেঙে ফেলা হয় বর্ধমান হাসপাতালে সামনে থাকা দোকানগুলিও। কিন্তু ভাঙা হয়নি বর্ধমান হাসপাতাল সংলগ্ন এলাকায় থাকা দুটি আইএনটিটিইউসির অফিস। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বির্তক।

বিজেপির অভিযোগ, ফুটপাত পরিস্কার করা যদি পুরসভার উদ্দেশ্য হত তাহলে সাধারণ মানুষের দোকানের পাশাপাশি তৃণমূলের পার্টি অফিস বা ইউনিয়ন অফিসগুলিও ভাঙা হত। আসলে তাদের উদ্দেশ্য ফুটপাত পরিষ্কার নয়। লোকসভা ভোটে পুরসভা এলাকাগুলিতে তৃণমূল হেরেছে। তাই তাদের উদ্দেশ্য হল, সাধারণ মানুষের ওপর প্রতিশোধ নেওয়া।

আরও পড়ুন: Chitmahal News: ৬৮ বছর পর মিলেছিল মুক্তির স্বাদ, স্বাধীনতার দিনে আনন্দের ছবি কোচবিহারের ছিটমহলে

হকারদের উচ্ছেদ করা হলেও কেন আইএনটিটিইউসির অফিস ভাঙা হল না তার নির্দিষ্ট কোনও উত্তর দেননি বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। এপ্রসঙ্গে তিনি বলেন, “এরপর আরও অভিযান চলবে। পাশাপাশি শ্যামসায়রের পাড় সংস্কার করা হবেয তাই শ্যামসায়রের পাড়ে যা আছে সবই ভাঙা হবে। কারও যদি কোনও অভিযোগ থাকে তা খতিয়ে দেখে পরবর্তী তারিখে সেগুলি ভাঙা হবে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যজুড়ে শুরু হয়েছে হকার উচ্ছেদ অভিযান। সরকারি জমি বেআইনিভাবে যারা দখল করে আছে বা রাস্তার উপর দোকান তৈরি করেছে তাদের উচ্ছেদ করা হচ্ছে প্রশাসনের উদ্যোগে। কিন্তু, কেন তৃণমূলের শ্রমিক ইউনিয়নের অফিস তা থেকে বাদ গেল তা নিয়ে প্রশ্ন উঠছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Madhyamgram Eviction Drive: হকার উচ্ছেদ রুখতে পুরপ্রধানের পা ধরে আবেদন, যুবকের অসহায়তার ছবি মধ্যমগ্রামে

আরও দেখুন


Source link

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *