NOW READING:
Bangladesh: মঙ্গল শোভাযাত্রা-সহ একাধিক বর্ণিল আয়োজন, পয়লা বৈশাখের উত্সবে মাতল বাংলাদেশ
April 14, 2025

Bangladesh: মঙ্গল শোভাযাত্রা-সহ একাধিক বর্ণিল আয়োজন, পয়লা বৈশাখের উত্সবে মাতল বাংলাদেশ

Bangladesh: মঙ্গল শোভাযাত্রা-সহ একাধিক বর্ণিল আয়োজন, পয়লা বৈশাখের উত্সবে মাতল বাংলাদেশ
Listen to this article


সেলিম রেজা, ঢাকা: বাঙালির সার্বজনীন লোকজ উৎসব পয়লা বৈশাখ। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হচ্ছে নববর্ষ।

প্রতিবছরের ন্যায় এবারও পয়লা বৈশাখে বর্ণিল উৎসবে মাতছে বাংলাদেশ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেয় নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। নতুন বছরের প্রথম দিন উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি হওয়ায় সবাই নিজ নিজ পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেন। দিনটিকে ঘিরে এ বছর রাজধানী ঢাকাতে নানা আয়োজন করা হয়েছে।

বাংলা নববর্ষ মানেই ঢাকার রমনার বটমূল। প্রতিবারের মতো এবারও পয়লা বৈশাখের প্রথম প্রহরে সকাল ৬টা ১৫ মিনিটে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকার রমনার ছায়ানট মঞ্চে দিনব্যাপী গান, কবিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। আশপাশের এলাকায় চলে পান্তা-ইলিশ ও হরেক বাঙালি খাবারের মেলা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। ভোর থেকেই ঢাকার টিএসসি ও চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। বিভিন্ন রঙিন মুখোশ, বিশালাকৃতির পুতুল এবং নানা শিল্পমণ্ডিত সাজে অংশ নেয় হাজারো মানুষ। এটি জাতিসংঘ স্বীকৃত “মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য”।

সকাল থেকে শুরু হয় বৈশাখী কনসার্ট। এতে অংশ নেয় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ, দলছুট, এভোয়েড রাফা, লালন, ভাইকিংস, স্টন ফ্রি। এছাড়া বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যান্ড যেমন গারোদের ‘এফ মাইনর’, চাকমাদের ‘ইনভোকেশন’, ত্রিপুরাদের ‘ইমাং’, মারমাদের ‘চিম্বুক’, ও খাসিয়াদের ‘ইউনিটিরও’ পরিবেশন করে নিজস্ব সংস্কৃতি ও সংগীত।

ঢাকার শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে ‘নবপ্রাণ আন্দোলন’। এতে গান, নৃত্য, নাটক, আবৃত্তি ও প্রদর্শনীতে অংশ নেন বাংলাদেশের খ্যাতনামা শিল্পীরা। ঢাকার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সকাল ৬টা থেকে রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের ধারার আয়োজনে পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বর্ষবরণ হয়। এই আয়োজনে ছিল মুক্তমঞ্চে গান, কবিতা ও নাচের পরিবেশনা, সঙ্গে ছিল বাঙালি খাবারের নানা আয়োজন।

আরও পড়ুন-নজরে ছাব্বিশ, চলতি মাসেই বাংলায় মোদী!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার এবারের মূল আকর্ষণ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। সম্প্রতি এই প্রতিকৃতি আগুনে পুড়িয়ে দেওয়া হলেও দ্রুত সময়ের মধ্যে সেটি পুনর্নির্মাণ করা হয়। কাঠামো নির্মাণে ব্যবহার করা হয়েছে ককশীটের মতো হালকা ও সহজে রূপদানযোগ্য উপকরণ। শুধু ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ নয়, বাংলাদেশে জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত হয়েছে ১৫ ফুট উচ্চতার এক পানির বোতল, যা মীর মুগ্ধের আলোচিত পানি লাগবে থিমের রূপায়ন। এই বোতলের ভেতরে থাকছে একাধিক খালি বোতল, যা শহিদদের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে।

আরও পড়ুন-গরম থেকে মুক্তি, ৭ জেলায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সঙ্গে বইবে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

এছাড়া, বড় আকৃতির ইলিশ মাছ, কাঠের বাঘ, শান্তির পায়রা, ঘোড়া, পালকি, সুলতানি ও মুঘল আমলের মুখোশ, রঙিন চরকি, পটচিত্রসহ নানা ভাস্কর্যও থাকছে। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশে মঙ্গল শোভাযাত্রায় রাখা হয়েছে তরমুজের ফালি মোটিফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজকরা জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে জানান, তরমুজ ফিলিস্তিনিদের কাছে ‘প্রতিরোধ ও অধ্যবসায়ের প্রতীক’, কারণ এর রঙ ফিলিস্তিনের পতাকার রঙের প্রতিফলন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link