আবাস যোজনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য ! ‘যাদের পাকা বাড়ি, চার চাকা গাড়ি রয়েছে..’
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: আবাস যোজনায় ফের দুর্নীতির অভিযোগ বিজেপির। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ বিজেপির। নামের তালিকা তুলে দেওয়া হল বিডিও-কে। তদন্তে আশ্বাস বিডিও-এর। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ করে বিডিওর দ্বারস্থ বিজেপি। দুবরাজপুর বিডিওর কাছে লিখিত অভিযোগ করেন যে, যাদের পাকাবাড়ি রয়েছে, যাদের চারচাকা গাড়ি রয়েছে, তাদের আবাস যোজনার তালিকায় নাম রয়েছে। তারা প্রথম দফায় টাকাও পেয়েছে। মূলত দুবরাজপুর ব্লকের বালিজুরি, লোবা পঞ্চায়েত এলাকায়। দুবরাজপুর বিডিও পুরো ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে।
বিজেপির অভিযোগ, তৃণমূল নেতারা তাদের পরিবারের লোকজনকে, আত্মীয়দের আবাসন প্রকল্পের টাকা পাইয়ে দিচ্ছে। যাদের পাকা বাড়ি, গাড়ি রয়েছে, তারা এই বাড়ি পেয়েছে। এই কথা স্বীকার করেছেন বাড়ি পাওয়া বেশ কিছু উপভোক্তা। এদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাঁদের বক্তব্য, যাদের পাওয়ার কথা তাঁরাই পেয়েছেন।
আরও পড়ুন, ‘অভয়ার পরিবারের কথায় শুধু সংবাদমাধ্যম গুরুত্ব দেয় ,আর কেউ গুরুত্ব দেয় না..’ !
বিস্তারিত আসছে…
আরও দেখুন