# Tags
#Blog

এই সরকারি স্কিমে রোজ পাবেন ৫০০ টাকা, মিলবে ঋণও- কীভাবে আবেদন ?

এই সরকারি স্কিমে রোজ পাবেন ৫০০ টাকা, মিলবে ঋণও- কীভাবে আবেদন ?
Listen to this article


PM Vishwakarma Yojana Benefits: দেশের মানুষদের কল্যাণার্থে বহু প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। কোটি কোটি মানুষ এই ধরনের কেন্দ্র সরকারি প্রকল্প (PM Vishwakarma Yojana) থেকে সুবিধে পেয়েছেন। বেশিরভাগ সরকারি প্রকল্প থেকে লাভবান হয়েছেন গরীব প্রান্তিক মানুষরা। গত বছরই কেন্দ্র সরকার শুরু করেছিল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। এই প্রকল্পের অধীনে মোট ১৮টি ঐতিহ্যবাহী ব্যবসার সঙ্গে জড়িত মানুষ সুবিধে পেয়ে থাকেন।

এই ব্যক্তিদের সরকার শুধু যে ভোকেশনাল ট্রেনিং দেয় তা নয়, তবে এর সঙ্গে সঙ্গে প্রশিক্ষণের সময় দৈনিক হাতখরচের জন্য একটি বৃত্তিও দিয়ে থাকে। আর এই প্রশিক্ষণের (PM Vishwakarma Yojana) পরে এককালীন টাকাও দেওয়া হয়। শুধু এখানেই শেষ নয়, এই প্রশিক্ষণরত ব্যক্তিদের নিজেদের ব্যবসা দাঁড় করাতে প্রশিক্ষণের শেষে কোনো কো-ল্যাটারাল ছাড়াই ঋণ দেওয়া হবে। কীভাবে এই যোজনায় নাম নথিভুক্ত করা যাবে ?

কী এই বিশ্বকর্মা যোজনা

২০২৩ সালে কেন্দ্র সরকার এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) চালু করে। এই যোজনার পুরো নাম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা যা মূলত ১৮টি ঐতিহ্যবাহী ব্যবসায়িক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেয়। তাদের ব্যবসা আরও বিস্তৃত করার জন্যও আর্থিক সহায়তা দিয়ে থাকে এই যোজনা। শুধু আর্থিক সহায়তা নয়, ব্যবসায়ীদের যথাযথ প্রশিক্ষণও দেওয়া হয় এই যোজনার অধীনে।

আর এই যোজনার অধীনে প্রতি দিনে ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে ব্যক্তিকে। আর প্রশিক্ষণ শেষে টুলকিট কেনার জন্য দেওয়া হবে ১৫ হাজার টাকা। এছাড়া কোনো গ্যারান্টি বা কো-ল্যাটারাল ছাড়াই ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে অনেক কম সুদের হারে।

কারা পাবেন এই সুবিধে

অস্ত্র নির্মাতা, স্বর্ণশিল্পী, পুতুল ও খেলনা নির্মাতা, মালাকার, কেশসজ্জাশিল্পী, মুচি, কামার, কুমোর, মাছ ধরার জাল প্রস্তুতকারী, নৌকা নির্মাণকারী, তালা প্রস্তুতকারক, রাজমিস্ত্রি, সেলাইকারক প্রমুখ পেশার সঙ্গে যুক্ত মানুষরা এই যোজনার অধীনে নাম নথিভুক্ত করাতে পারবেন।

কীভাবে করবেন আবেদন

এই যোজনায় আবেদনের জন্য আপনাকে অনলাইনে যেতে হবে pmvishwakarma.gov.in ওয়েবসাইটে। এখানে সমস্ত তথ্য দিয়ে আবেদন করতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Elon Musk: তুখোর বুদ্ধি, সপ্তাহে ৮০ ঘণ্টা কাজের ক্ষমতা ! DOGE-র জন্য লোক খুঁজছেন এলন মাস্ক, বেতন শুনলে অবাক হবেন

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal