নয়াদিল্লি : ইউক্রেন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে আগামী ২৩ আগস্ট ইউক্রেন যাচ্ছেন তিনি। এর পাশাপাশি পোল্যান্ড সফরও করবেন মোদি। ২১ আগস্ট সেখানকার প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা তাঁর। এক প্রেস বিবৃতিতে এমনই জানিয়েছে বিদেশ মন্ত্রক। প্রসঙ্গত, এই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন যাচ্ছেন। ৩০ বছর আগে কূটনৈতিক বন্ধনে আবদ্ধ হয় কিভ ও নয়াদিল্লি। PM Narendra Modi to Visit Ukraine
বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) তন্ময় লাল বলেন, “ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে আগামী ২৩ আগস্ট ইউক্রেনে সরকারি সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদি। এটি একটি ঐতিহাসিক সফর হতে চলেছে। কারণ, ৩০ বছরের বেশি সময় আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে যাচ্ছেন। দুই রাষ্ট্রনেতার মধ্যে উচ্চ-স্তরীয় আলোচনা হবে এই সফরে।”
গত মাসেই দু’দিনের সফরে রাশিয়ায় যান নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। আর সেখানে গিয়েই রাশিয়ার রাষ্ট্রপ্রধানের (Russian President Vladimir Putin) প্রশংসায় ভাসেন তিনি। মোদি সে-দেশে পৌঁছনোর আগেই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল ক্রেমলিন। পশ্চিমি দেশগুলিকে খোঁচা দিয়ে রাশিয়া বলেছিল, মোদি-পুতিনের এই সাক্ষাৎ নিয়ে তারা ঈর্ষান্বিত। রাশিয়ায় পৌঁছতে পুতিনের মুখ থেকে সরাসরি শোনেন প্রশংসা। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাশিয়ায় যান মোদি। আরও গুরুত্বপূর্ণ এই সফর কারণ ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর এটাই মোদির প্রথম রাশিয়া সফর ছিল। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে বারবার ভারত গুরুত্ব দিয়েছে কূটনৈতিক আলোচনার উপর। কোনওদিনই রাশিয়ার বিপক্ষে কথা বলেনি ভারত। আগেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন।
এবারও পুতিন মোদিকে তৃতীয়বার ক্ষমতায় ফেরার জন্য শুভেচ্ছা জানান। বলেন, তাঁর এই জয় এমনি-এমনি নয়। দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল এই জয়। তিনি আরও বলেন, ভারতের উন্নয়ন ও সমৃদ্ধি নিয়ে মোদির স্বতন্ত্র চিন্তাভাবনা আছে। দেশের মানুষের স্বার্থে তিনি কঠিন সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন না। পুতিন আরও বলেন, মোদি সারাটা জীবনই দেশের জন্য কাজ করেছেন। দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন