জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একবার কেদারনাথ, আর একবার কন্য়াকুমারী। ২০১৯ ও ২০১৪ সালে লোকসভা ভোটে প্রচার শেষে ধ্যানে বসেছিলেন নরেন্দ্র মোদী। এবার যাচ্ছে মহাকুকম্ভ মেলায়। কবে? ৫ ফ্রেরুয়ারি, দিল্লিতে বিধানসভা ভোটের দিন।
আরও পড়ুন: Kalyan Bandopadhyay suspended: ‘সাসপেন্ড’ কল্যাণ সহ ১০, ওয়াকফ বিল বৈঠক নিয়ে ‘বিস্ফোরক’ তৃণমূল সাংসদ!
একযুগ, বারো বছর পরে-পরে আসে এই মহালগ্ন। মহাকুম্ভ মেলা। এবছর ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর মিলনস্থলে শুরু হয়ে গিয়েছে মেলা। মেলা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। সেদিন আবার শিবরাত্রি! এখনও পর্যন্ত যা খবর, ২৭ জানুয়ারি মহাকুম্ভ মেলায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্রেফ স্মানই নয়, তিন নদীর মিলনস্থলে গঙ্গাপুজোও করবেন তিনি। সঙ্গে আধিকারিকদের সঙ্গে বৈঠকও।
এদিকে ১ ফ্রেরুয়ারি মহাকুম্ভে স্নান করবেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। বস্তুত, প্রয়াগরাজ শহরে বেশ কয়েকটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। ফলে মেলা চত্বরে এখন সাজো সাজো রব। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে প্রশাসন।
এবছর মকর সংক্রান্তির প্রথম শাহি স্নান ছিল ১৪ জানুয়ারি। যা কুম্ভমেলার মধ্যেই পড়েছিল। ১৩ ও ১৪ জানুয়ারি ছাড়াও রয়েছে আরও ৪টি তারিখ। ২৯ জানুয়ারি– ওইদিন মৌনী অমাবস্যা। ৩ ফেব্রুয়ারি– ওইদিন বসন্ত পঞ্চমী, ১২ ফেরব্রিয়ারি– ওই দিন মাঘী পূর্ণিমা এবং ২৬ ফেব্রুয়ারি– ওই দিন মেলার শেষ দিন এবং ঘটনাচক্রে ওই দিন আবার শিবরাত্রি।
আরও পড়ুন: Mumbai Shocker: বাইরে রাত কাটিয়ে ‘ধর্ষণে’র শিকার, বাড়ির ভয়ে তরুণী নিজেই গোপনাঙ্গে ঢোকাল ছুরি-ব্লেড-পাথর!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours