জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাঙ্ককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বৈঠক চলছে। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে বিমসটেক (Sixth BIMSTEC Summit) শীর্ষ সম্মেলনে এ দ্বিপাক্ষীয় বৈঠকে বসেন তাঁরা। এই প্রসঙ্গে বলে রাখা যায়, দিন কয়েক আগেই উত্তরপূর্ব ভারত নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Md Yunus)।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
#WATCH | PM Narendra Modi and Bangladesh Chief Advisor Muhammad Yunus hold a meeting in Bangkok, Thailand pic.twitter.com/4POheM34JJ
— ANI (@ANI) April 4, 2025
এদিন সম্মেলনের নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসেছিলেন মহম্মদ ইউনূস। পাশাপাশি যদিও কোনরকমের উৎসাহ দেখায়নি ভারত। বৈঠক করলেও কোনওরকম আন্তরিকতার বার্তা দেননি ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে ভারতের তরফ থেকে হাজির ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। বাংলাদেশের তরফ থেকে হাজির ছিলেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন।
যদিও গত শুক্রবারেই বিদেশ সচিব বিক্রম মিস্রি (Bikram Misri) সাংবাদিক বৈঠকে জানিয়ে ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যাঙ্কক (Bangkok) সফরে শুধুমাত্র থাইল্যান্ডের (Thailand) প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত আছে। বৃহস্পতিবার সেই বৈঠক হয়।
প্রসঙ্গত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকেই মোদীর সঙ্গে ইউনূসের একান্ত বৈঠকের আবেদন জানানো হয়েছিল। চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) এর বার্ষিক সম্মেলনে যোগদানের সময় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি সম্পর্কে ইউনূসের মন্তব্যের পর দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে হচ্ছে।
আরও পড়ুন: বিপাকে ইউনূস সরকার! বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
আরও পড়ুন: আশঙ্কা সত্যি করে এবার ভূমিকম্প জাপানে! রিখটার স্কেলে তীব্রতা….
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)