NOW READING:
তৃণমূলের ২১ জুলাইয়ের আগেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদি, সভা করতে পারেন দমদমে
July 4, 2025

তৃণমূলের ২১ জুলাইয়ের আগেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদি, সভা করতে পারেন দমদমে

তৃণমূলের ২১ জুলাইয়ের আগেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদি, সভা করতে পারেন দমদমে
Listen to this article


দীপক ঘোষ, কলকাতা: জুলাই মাসেই ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। ১৮ জুলাই দমদমে সভা করতে পারেন নরেন্দ্র মোদি। তৃণমূলের ২১ জুলাইয়ের আগে ১৮ জুলাই হতে পারে প্রধানমন্ত্রীর সভা। নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে পাশে নিয়েই করতে পারেন সভা। বিহারে নির্বাচনী প্রচারে যাওয়ার সময় কলকাতা আসতে পারেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন, পড়বে বাজ, টানা ৩ দিন চলবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি ! কলকাতা-সহ রাজ্যের ২০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি IMD-র

সম্ভাবনা তৈরি হয়েছে, আগামী ১৮ জুলাই, অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন। এখান থেকে তার বিহার যাওয়ার কথা নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য। ইতিমধ্যেই রাজ্য নের্তৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল দিল্লি থেকে। সেখানে যেটা জানানো হয়েছে যে, বিমানবন্দরের আশেপাশে একটা সভা তিনি করতে চান। সড়কপথে সভা সেরে, আার তিনি বিহার চলে যাবেন।  সেই অনুযায়ী রাজ্য নের্তৃত্বের সিদ্ধান্ত হয়েছে যে, জনসভা করা হবে আঘামী ১৮ তারিখ দমদমে। দুটো মাঠ পছন্দ হয়েছে তাঁদের। যেকোনও একটা মাঠ চূড়ান্ত করা হবে। যেটা তাৎপর্যপূর্ণ, ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি রয়েছে। আর ২১ জুলাইয়ের দুদিন আগে, রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি আরও একটা খবর যেটা রয়েছে, প্রধানমন্ত্রী  মোদি বেশ কয়েকবার কলকাতায় আশার সম্ভাবনা তৈরি হয়েছিল। যে দমদম বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, উদ্ধোধন করার কথা ছিল তাঁর। কিন্তু দফায় দফায় পিছিয়ে গিয়েছে। এবার সেই নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রোরেলের উদ্ধোধন তিনি করবেন কিনা, এবিষয়ে তৎপরতা শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

 



Source link