NOW READING:
PM Modi | Pahalgam Attack: ‘ভারতের আত্মায় আঘাত, কল্পনাতীত শাস্তি দেব!’ পহেলগাম হামলার বদলায় হুংকার মোদীর…
April 24, 2025

PM Modi | Pahalgam Attack: ‘ভারতের আত্মায় আঘাত, কল্পনাতীত শাস্তি দেব!’ পহেলগাম হামলার বদলায় হুংকার মোদীর…

PM Modi | Pahalgam Attack: ‘ভারতের আত্মায় আঘাত, কল্পনাতীত শাস্তি দেব!’ পহেলগাম হামলার বদলায় হুংকার মোদীর…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: “কল্পনাতীত শাস্তি দেব! সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে ভারত।” পহেলগাম হামলার প্রেক্ষিতে হুংকার দিলেন মোদী। ২২ এপ্রিলের দুপুর। কাশ্মীরের পহেলগাঁওতে ‘মিনি সুইৎজারল্যান্ড’ বলে খ্যাত বৈসরণ উপত্যকায় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যালীলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। প্রাণ হারান ২৬ জন পর্যটক। পুলওয়ামা হামলার পর এটাই সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা ভারতের মাটিতে। 

দেশের মাটিতে জঙ্গি হামলার পরই সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাম হামলার প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক রণকৌশল নির্ধারণে বৃহস্পতিবারই উচ্চপর্যায়ের বৈঠক সারেন মোদী। এরপর এদিন বিহারের মধুবনী থেকে সন্ত্রাসবাদীদের উদ্দেশে গর্জে উঠলেন মোদী। এদিন বিহারে মধুবনীর জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী কী বলেন, সেদিকে নজর ছিল সবারই। মোদী এদিন হুংকার দেন, “কল্পনাতীত শাস্তি দেব!” বলেন, “ভারতের আত্মায় আঘাত করা হয়েছে। প্রতিটি জঙ্গিকে শাস্তি দেবে ভারত! ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি রয়েছে। সন্ত্রাসবাদী ও তাদের সহযোগীদের কোমর ভাঙবে ভারত।” 

এদিন মধুবনীতে ভাষণের শুরুতেই কাশ্মীরে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, “এই হামলায় কেউ নিজের ছেলে হারিয়েছেন, কেউ নিজের কাছের মানুষকে। কারও রক্তে বাংলা, কারও রক্তে মারাঠি, কেউ ওড়িশা থেকে, কেউ বিহারের গর্ব। কিন্তু আমাদের সকলের ব্যথা এক। আমাদের রাগ, আমাদের প্রতিক্রিয়া এক। এই হামলা শুধু কিছু নিরীহ ঘুরতে আসা মানুষের ওপর নয়, এটা আসলে ভারতের আত্মার ওপর হামলা। যারা এই হামলা চালিয়েছে, তারা তাদের কল্পনার চেয়েও ভয়ংকর শাস্তি পাবে।”

আরও পড়ুন, Pahalgam attack | India Pakistan tension: মিসাইল টেস্ট…! পহেলগাঁও হামলার পর এবার আসন্ন ভারত-পাক ‘যুদ্ধ’?

Pahalgam Attack | Surgical Strike: পহেলগাঁও হামলার বদলা! পাক মাটিতে ফের সার্জিক্যাল স্ট্রাইক ভারতের? বায়ুসেনাকে হাই অ্যালার্ট…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link