পিএম কিষাণের ৬০০০ টাকা বেড়ে হবে ১২ হাজার, বাজেটে মোদি সরকার দেবে উপহার ?

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:3 Minute, 58 Second


PM Kisan Nidhi: শীঘ্রই কৃষকদের জন্য় আরও বড় উপহার দিতে পারে মোদি সরকার (PM Modi)। পিএম কিষাণ সম্মান যোজনার (PM Kisan Samman Yojana) ৬০০০ টাকা বেড়ে হতে পারে ১২ হাজার টাকা। ইতিমধ্যেই এই বিষয়ে সরকারের কাছে গেছে সুপারিশ।

কার নেতৃত্বে এই সুপারিশ
চলতি কৃষক আন্দোলনের মধ্যেই বড় ঘোষণার পথে কেন্দ্রীয় সরকার। কৃষকদের সুবিধার স্বার্থে সংসদীয় কমিটি সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার বার্ষিক সীমা 6000 টাকা থেকে বাড়িয়ে 12000 টাকা করার পরামর্শ দিয়েছে। কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান চরণজিৎ সিং চান্নির নেতৃত্বাধীন স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে করেছে।

পিএম কিষাণ নিধি 12000 টাকা বাড়ানোর সুপারিশ
মঙ্গলবার, 17 ডিসেম্বর 2024, চরণজিৎ সিং চান্নি লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে 18 তম লোকসভার অনুদানের প্রথম দাবি পেশ করেন। এই রিপোর্টে, কৃষি কল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কমিটি সুপারিশ করেছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বার্ষিক 6000 টাকা থেকে বাড়িয়ে 12000 টাকা করা উচিত।

বাজেটে কৃষকরা উপহার পাবেন!
তবে এই প্রথমবার নয়। এর আগেও সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ নিধির অধীনে কৃষকদের দেওয়া সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে। গত কয়েক বছর ধরে প্রি-বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি জানিয়েছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26-এর বাজেট পেশ করবেন 1 ফেব্রুয়ারি, 2025-এ। মনে করা হচ্ছে,বাজেটে সংসদীয় কমিটির সুপারিশের পরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানোর ঘোষণা করতে পারে।

PM Kisan Samman Yojana: পিএম কিষাণের ৬০০০ টাকা বেড়ে হবে ১২ হাজার, বাজেটে মোদি সরকার দেবে উপহার ?

কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী ৮ বছর পর্যন্ত প্রতি বছরে ১ হাজার কোটি টাকার বিনিয়োগ স্ট্রাটেজি নিতে হবে সরকারকে।  ফলে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনায় ভাতার অঙ্ক বেড়ে হতে পারে ১২ হাজার টাকা।

গত ৭ ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন, কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন, এমনকী বিভিন্ন কৃষক সংগঠনের (PM Kisan Samman Nidhi Yojana) সঙ্গেও বৈঠক করেন তিনি। আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবির (PM Kisan Yojana) কথা জানানো হয়।

Donald Trump: ‘বন্ধু ট্রাম্প এবার শত্রু ভারতের’ ? করতে চলেছেন এই কাজ

আরও দেখুন



Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *