NOW READING:
এই স্কিমে মাসিক ৫ হাজার টাকা দেবে সরকার, ৩১ মার্চের মধ্যেই করতে হবে আবেদন
March 27, 2025

এই স্কিমে মাসিক ৫ হাজার টাকা দেবে সরকার, ৩১ মার্চের মধ্যেই করতে হবে আবেদন

এই স্কিমে মাসিক ৫ হাজার টাকা দেবে সরকার, ৩১ মার্চের মধ্যেই করতে হবে আবেদন
Listen to this article


কলকাতা: প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে আবেদন করেছেন ? এই স্কিমে মাসে ৫ হাজার টাকা করে বৃত্তি দেবে সরকার। গত বছর নভেম্বর মাসে এই প্রকল্প শুরু করেছিল কেন্দ্র সরকার। এই স্কিমে আবেদনের সময়সীমা শেষ (PM Internship Scheme) হতে চলেছে আগামী ৩১ মার্চ ২০২৫ তারিখে। ফলে হাতে আর বেশিদিন নেই। এই স্কিমে আবেদনের জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট pminternship.mca.gov.in-এ আবেদন করতে পারেন।

এই অফিসিয়াল ওয়েবসাইটে লেখা রয়েছে, ‘ভারতের যুবক-যুবতীদের বাস্তব জগতের অভিজ্ঞতা এনে দিয়ে তাদের স্বাবলম্বী করে তুলবে এই প্রকল্প। অ্যাকাডেমিক শিক্ষা এবং প্রায়োগিক কাজের পরিবেশের আবহ তৈরি এবং উভয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে যুবক-যুবতীরা। আপনি যদি সদ্য স্নাতক হয়ে থাকেন বা আপনার শিক্ষা চলতে থাকে, এই স্কিম আপনার কর্মজীবনকে আরও উন্নত করতে সহায়তা করবে এই স্কিম’।

কীভাবে রেজিস্টার করবেন

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট pminternship.mca.gov.in-এ যেতে হবে।

হোমপেজে রেজিস্টার লিঙ্কে ক্লিক করতে হবে।

এরপরে আপনাকে অন্য এক ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হবে।

এখানে রেজিস্ট্রেশন ডিটেল দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

প্রার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে পোর্টালে একটি রেজুমে তৈরি হয়ে যাবে।

লোকেশন, সেক্টর, ফাংশনাল রোল, যোগ্যতা অনুসারে এখানে ৫টি ইন্টার্নশিপ সুযোগের জন্য আপনি আবেদন করতে পারবেন।

কী কী যোগ্যতা লাগবে

প্রার্থীকে দশম, দ্বাদশ, আইটিআই, পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

মাধ্যমিক উত্তীর্ণ এবং নির্দিষ্ট ট্রেডে আইটিআই পাশ করে থাকলেও যোগ্য হবেন প্রার্থীরা।

ইন্টারমিডিয়েট সহ AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা করা থাকতে হবে।

ইউজিসি বা AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হলেও যোগ্য বিবেচিত হবেন প্রার্থীরা।

প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।

কী কী সুবিধে পাবেন

এই স্কিমে নির্বাচিত প্রার্থীরা ইন্টার্নশিপ করলে মাসিক ৫ হাজার টাকা করে বৃত্তি পাবেন।

এককালীন ৬ হাজার টাকা পাবেন।

বাস্তব জগতের কাজের অভিজ্ঞতা পাবেন।

এই স্কিমে ১২ মাসের ইন্টার্নশিপ করানো হবে দেশের ৫০০ সংস্থায়। এর মাধ্যমে উপকৃত হবেন ১.২৫ লক্ষ যুবক-যুবতী। এর আগে ১৯৩টি সংস্থা দেশের যুবক-তরুণদের শিক্ষানবিশির সুযোগ দিয়েছে। এই পোর্টালে মারুতি সুজুকি ইন্ডিয়া, ঈশার মোটরস, এল অ্যান্ড টি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মুথুট ফিনান্স, জুবিল্যান্ট ফুডওয়ার্কস এই সমস্ত বড় বড় সংস্থা এই ইন্টার্নশিপ স্কিমের সুবিধে পাবেন। এই স্কিমে অংশ নিয়েছেন ২৪টি আলাদা আলাদা সেক্টরের সংস্থা। 

 

আরও দেখুন



Source link