NOW READING:
Supreme Court | Piramal Capital’s resolution plan: DHFL দেউলিয়া! পিরামল ক্যাপিটালের সমাধান পরিকল্পনাই বহাল সুপ্রিম কোর্টে…
April 4, 2025

Supreme Court | Piramal Capital’s resolution plan: DHFL দেউলিয়া! পিরামল ক্যাপিটালের সমাধান পরিকল্পনাই বহাল সুপ্রিম কোর্টে…

Supreme Court | Piramal Capital’s resolution plan: DHFL দেউলিয়া! পিরামল ক্যাপিটালের সমাধান পরিকল্পনাই বহাল সুপ্রিম কোর্টে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  National Company Law Appellate Tribunal বা NCLAT-র নির্দেশ খারিজ। পূর্বতন দেওয়ান হাউজিং কর্পোরেশনের (DHFL) জন্য় পিরামল ক্যাপিটাল অ্যান্ড হাউজিং ফাইন্যান্স লিমিটেডের প্রস্তাবিত পরিকল্পনাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে নির্দেশ, DHFL-র বেআইনি আর্থিক লেনদেন  থেকে যে টাকা পাওয়া গিয়েছে, সেই টাকা পিরামল ক্যাপিটাল অ্যান্ড হাউজিং ফাইন্যান্স লিমিটেডের কাছেই যাবে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

ঘটনাটি ঠিক কী? কয়েক হাজার কোটি টাকা আর পরিশোধ করা যায়নি। ২০১৯ সালে দেউলিয়া হয়ে যায় DHFL। ঋণদাতার দাবি, ওই সংস্থা থেকে তাঁদের প্রাপ্য টাকার পরিমাণ ৮৮ কোটি। সমস্যা সমাধানে এগিয়ে আসে পিরামল গ্রুপ। ৩৮ হা়জার কোটি টাকায়  DHFL পরিকল্পনা করা হয়। বস্তুত, ২০২১ সালে সেপ্টেম্বর সেই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণও করে ফেলে  পিরামল গ্রুপ। নয়া সংস্থার নাম দেওয়া হয়  PCHFL।

সূত্রের খবর, সম্পত্তি প্রকৃত দামের থেকে অনেক দামে DHFL কিনে নিয়েছিল  পিরামল গ্রুপ। ফলে প্রশ্ন ওঠে, সম্পত্তির বিনিময়ে যে ৪৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, সেই ঋণে মূল্য কীভাবে মাত্র ১ টাকা ধার্য করা হল? মামলা গড়ায়  National Company Law Appellate Tribunal বা NCLAT-এ।  অধিগ্রহণ প্রক্রিয়াকে বেআইনি বলে রায় দেয় NCLAT। সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:  Waqf amendment Bill: ১২ ঘণ্টার ম্যারাথন! লোকসভার পর এবার রাজ্যসভায় পাস ওয়াকফ বিল…

আরও পড়ুন: Men raped teenager girl: স্টেশনে ট্রেনের আওয়াজে ঢাকা পড়ল ক্ষুধার্ত তরুণীর ধর্ষণের আর্তনাদ! যুবকের লালসা তখন…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link