NOW READING:
‘বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে লাথি TMC বিধায়ক হুমায়ুনের ! ভিডিয়ো পোস্ট শুভেন্দুর
July 7, 2025

‘বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে লাথি TMC বিধায়ক হুমায়ুনের ! ভিডিয়ো পোস্ট শুভেন্দুর

‘বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে লাথি TMC বিধায়ক হুমায়ুনের ! ভিডিয়ো পোস্ট শুভেন্দুর
Listen to this article


কলকাতা: কসবাকাণ্ডের পর এমনিতেই তোলপাড় রাজ্য রাজনীতি। চাপের মুখে শাসকদল। তার উপর রাজন্যা হালদারের বক্তব্যের পর আরও বিরোধীদের তোপের মুখে তৃণমূল। একের পর এক ঘটনা প্রকাশ্যে আসছে। ঠিক এমনই এক সময় ফের কাঠগড়ায় তৃণমূল। শাসকনেতার আরও এক ভয়াবহকাণ্ডের ভিডিও প্রকাশ্যে ! এক্সহ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে ‘ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে লাথি মারছেন!’ 

আরও পড়ুন, আদালতে স্বস্তি শান্তনু সেনের, মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ খারিজ, ‘মামলাকারীকে বলার জায়গা দিতে হবে..’

শুভেন্দু এক্সহ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, তৃণমূল নেতাদের ঔদ্ধত্ব এবং উগ্রতা নিয়ে কারও জানতে বাকি নেই। এরপরেই তিনি একটি শকিং ঘটনাকে আলোকপাত করার কথা বলেছেন। মূলত পোস্ট করা ওই ভিডিওর দৃশ্য অনুযায়ী বিরোধী দলনেতার অভিযোগ, ‘সল্টলেকের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজে লজ্জাজনক ছবি। ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে লাথি মারছেন! সহকারী রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীকে তাঁর অফিসের ভেতরে লাথি মারছেন হুমায়ুন।হিংসা থেকে বাঁচতে প্রলয় চক্রবর্তী তার কর্মক্ষেত্র ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। লজ্জাজনক ঘটনা ধরা পড়লেও, স্বাস্থ্য বিভাগ নীরব ও বধির। তৃণমূলের বিধায়ক হলে সরকারি কর্মচারীদের উপর হিংসা চালানোর জন্য অবাধ অনুমতি?’প্রশ্ন তুলেছেন শুভেন্দু।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেছেন, ‘একদম মিথ্যে খবর। এটা সম্পূর্ণ মিথ্যে।… আমি যথাসময়ে যথা জায়গায় ব্যবস্থা নেব।’

Suvendu On Humayun:'বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে লাথি ডেবরার TMC বিধায়ক হুমায়ুন কবীরের ! ভিডিয়ো পোস্ট শুভেন্দুর





Source link