# Tags
#Blog

Dengue: ডেঙ্গি ঠেকাতে মশার বিরুদ্ধে যুদ্ধ, জীবিত অথবা মৃত, ধরে আনলেই পারপিস দেড় টাকা

Dengue: ডেঙ্গি ঠেকাতে মশার বিরুদ্ধে যুদ্ধ, জীবিত অথবা মৃত, ধরে আনলেই পারপিস দেড় টাকা
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডেঙ্গিতে নাজেহাল এলাকা। কোনওভাবেই রোখা যাচ্ছে না সংক্রমণ। বাধ্য হয়েই এক অভিনব ঘোষণা করল ফিলিপাইনের এক গ্রাম। ঘোষণা করা হয়েছে, মশা ধরে আনতে পারলেই মশাপিছু মিলবে দেড়টাকা। আনতে হবে কমপক্ষে ৫টি মশা। সেই মশা জীবিত না মৃত তা দেখা হবে না। ফিলিপাইনের রাজধানী লাগোয় এক গ্রাম এরকমই ঘোষণা করেছে।

আরও পড়ুন-বিষ পায়েস খেয়েই ট্যাংরায় আত্মঘাতী ৩ জন! ২ মহিলার হাতের ক্ষত বদলে দিতে পারে সব তত্ত্ব

ওই ঘোষণা করেছে ম্যান্ডালিউন গ্রাম। সেখানে মশাবাহিত রোগের উত্পাত চলছে বেশ কিছুদিন ধরে। সম্প্রতি ডেঙ্গিতে কাবু হয়ে পড়েছেন এলাকার মানুষজন। তার পরেও ওই ফরমান জারি করেছে একটি গ্রাম।

উল্লেখ্য, এবছর ১ ফেব্রুয়ারি পর্যন্ত গোটা ফিলিপাইনে ২৮২৩৪টি ডেঙ্গি কেস ধরা পড়েছে। গত বছরের তুলনায় এই সংখ্যা অন্তত ৪০ শতাংশ বেশি। শনিবার কুইজোন শহর কর্তৃপক্ষ ডেঙ্গিকে মহামারি বলে ঘোষণা করেছে। সেখানে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১৭৬৯ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। এদের অধিকাংশই শিশু। তার পরই মহামারি ঘোষণা পুরসভার।

পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যাচ্ছে দেখে শহরের কাছাকাছি গ্রামগুলিকে সাফ করা হয়েছে। নালা-নর্দমা সাফ করা হয়েছে। তার পরেও ঠেকানো যায়নি মহামারি। এবছর ২ পড়ুয়ার মৃত্য়ুর পর  কড়া সিদ্ধান্ত নিল গ্রাম কর্তৃপক্ষ। গ্রামে নেতা কারলিটা কারনাল সংবাদমাধ্যমে বলেন, একটা প্রয়োজন ছিল। তাই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

ওই ঘোষণা হওয়ার পরই গ্রামের নেতার বাড়িতে ভিড় জমে গিয়েছে। সর্বপ্রথম  মশা ধরে আনেন পেশায় সাফাইকর্মী মিগুয়েল লাবার্গ। একটি জগে তিনি ৪৫টি মশা ধরে আনেন। তাকে তার টাকা মিটিয়ে দেওয়া হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

WATCH | Kylian Mbappe | Real Madrid vs Man City: অকল্পনীয় এমবাপের হ্যাটট্রিকের রেকর্ড, রইল রিয়ালের আগুনে ভস্মীভূত সিটির হাইলাইটস…

WATCH | Kylian Mbappe | Real Madrid

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal