# Tags
#Blog

বিশ্বকর্মা পুজোর দিনে ১০ জেলায় সস্তা হল পেট্রোল ডিজেল, কলকাতায় দাম কি কমল ?

বিশ্বকর্মা পুজোর দিনে ১০ জেলায় সস্তা হল পেট্রোল ডিজেল, কলকাতায় দাম কি কমল ?
Listen to this article


কলকাতা: আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর ছুটি রয়েছে বেশিরভাগ রাজ্যেই। অফিস-কাছারি বন্ধ অনেক জায়গায়। আজ কোথাও যেতে চাইলে গাড়ি-বাইকে তেল ভরাতে খরচ কম হবে আপনার। বাংলার ১০ জেলায় আজ দাম অনেকটাই কমে (Petrol Price Today) গিয়েছে পেট্রোল ডিজেলের। অন্যদিকে দেশের মধ্যে বিহারে আজ সস্তা হয়েছে জ্বালানি তেলের (Petrol Diesel Price) দাম। তবে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ইত্যাদি রাজ্যে আজ দাম আবার বেড়ে গিয়েছে। দেখে নিন আপনার শহরে গাড়ি-বাইকে তেল ভরাতে আজ কত খরচ হবে।

দেশের এই মহানগরগুলিতে একই আছে দাম

কলকাতায় আজ পেট্রোলের দাম লিটারে ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৭৬ টাকা।

দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৫৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা।

চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৯৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ৫৬ টাকা।

মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৪৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৭ টাকা।

আগ্রা পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৪২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৪৭ টাকা।

বাংলার এই জেলাগুলিতে সস্তা হয়েছে দাম

বাঁকুড়াতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৩৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.১৬ টাকা।

বীরভূমে ১৭ সেপ্টেম্বর পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৫১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.২৮ টাকা।

মুর্শিদাবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৭০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৪৬ টাকা।

নদিয়াতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৫২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.২৯ টাকা।

পশ্চিম মেদিনীপুরে আজ পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৭২ টাকা।

আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: NPS Vatsalya Scheme: খোলা যাবে নাবালকদের পেনশন অ্যাকাউন্ট, ১৮ সেপ্টেম্বর আসছে এই স্কিম

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal