১২ ঘণ্টা ধরে মন্ত্রোচ্চারণ, দশ কেজি ঘি আর ৮০০ কেজি বেলকাঠে মঙ্গলযজ্ঞ কাঁকসায়

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:3 Minute, 46 Second


মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা: তারাপীঠের মহাশ্মশানে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya) তিথিতে বামদেব সিদ্ধি লাভ করেছিলেন বলে ধর্মীয় বিশ্বাস। তারপর থেকে এই অমাবস্যার রাতে সিদ্ধি লাভের আশায় তারাপীঠ সহ বিভিন্ন শক্তি পীঠে তান্ত্রিক এবং জ্যোতিষীরা তন্ত্রসাধনা করেন। তারাপীঠের আনাচে-কানাচে উপচে পড়ে ভিড়।

আরও পড়ুন: ‘পুরো সিস্টেমটা বাজে নয়, সব পুলিশ খারাপ নয়’ প্রতিবাদের আরও এক রাত কাটিয়ে বললেন লগ্নজিতা

তারাপীঠের থেকে কিছুটা দূরে অবস্থিত রাজা লক্ষণ সেনের আরাধ্যদেবী কাঁকসার গড় জঙ্গলের অবস্থিত শ্যামরূপা মন্দিরেও (Kanksha Shyamarupa Temple) হয় কৌশিকী অমাবস্যা তিথিতে যজ্ঞ। ৮০০ কেজি বেলকাঠ আর দশ কেজি ঘি দিয়ে নবদ্বীপের শিব ভক্ত ব্রাহ্মণ সমাজ আসেন যজ্ঞ করতে। ১২ ঘণ্টা ধরে এক নাগাড়ে চলে মন্ত্র উচ্চারণ। তবে সিদ্ধি লাভের আশায় নয় এ যজ্ঞ সপ্তসতী চণ্ডী মঙ্গলযজ্ঞ। এখানে সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করা হয়। কৌশিকী অমাবস্যা তিথিতে কাঁকসার গড় জঙ্গলের শ্যামরূপা মন্দিরে রাজ্যের ব্যতিক্রমী এই যজ্ঞে দূর-দূরান্তের ভক্তদেরও সমাগম হয়। 

কৌশিকী অমাবস্যা তিথিতে এখানে যজ্ঞে অংশে নেওয়া নবদ্বীপের শিব ভক্ত বাবুলাল গোস্বামী বলেন, “আমরা গত ১০ বছর ধরে সুরত রাজা এবং লক্ষণ সেনের গড় জঙ্গলের মাঝে শ্যামরূপার মন্দিরে আসি যজ্ঞ করতে। দেশের বিভিন্ন প্রান্তে অধর্মের ঘটনা ঘটছে সেই অধর্মের বিনাশের সঙ্গে সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করি। কৌশিকী অমাবস্যা তিথিতে সপ্তসতী চণ্ডী মঙ্গলযজ্ঞ রাজ্যের মধ্যে এই মন্দিরেই হয়। আমরা যজ্ঞ শেষে নরনারায়ণ সেবারও ব্যবস্থা করি।”

আরও পড়ুন: Mamata Banerjee: বিলকিসের ধর্ষকদের মালা পরানো থেকে অলিম্পিকে বিনেশ ফোগাতের ছিটকে যাওয়া, RG কর নিয়ে BJP-কে তীব্র আক্রমণ মমতার

শ্যামরূপা মন্দিরের সেবাইত সন্তোষ রায় বলেন, “মায়ের মন্দিরে কৌশিকী অমাবস্যা তিথিতে অনেকেই আসেন পুজো দিতে। নবদ্বীপের বহু মানুষ আসেন পৃথিবীর মানুষের মঙ্গল কামনায়। সারা রাত ধরে যজ্ঞ করেন। তান্ত্রিক ও জ্যোতিষী থেকে সাধারণ ভক্তরা আসেন এখানে। আমরা সমস্ত রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।”   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Abhijit Gangopadhyay : চিকিৎসকদের অবস্থানে হঠাৎ হাজির অভিজিৎ ! শুনলেন ‘গো ব্যাক’ও, প্রাক্তন বিচারপতি বললেন…

আরও দেখুন



Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *