ওয়াশিংটন: পৃথিবীতে ভিনগ্রহীদের আগমন নিয়ে উপযুক্ত তথ্যপ্রমাণ মেলেনি বলে এর আগে দাবি করা হয়েছিল। এবার ভিনগ্রহী যান (Unidentified Flying Objects/UFO) নিয়ে তৈরি একটি রিপোর্ট নতুন করে জল্পনা উস্কে দিল। কারণ আমেরিকার প্রতিরক্ষার বিভাগের সদর দফতর পেন্টাগন ওই রিপোর্ট তৈরি করেছে, যাতে বলা হয়েছে, আকাশে ভিনগ্রহী যান দেখতে পাওয়ার কয়েকশো ঘটনা সামনে এসেছে। এমনকি একটি যাত্রীভর্তি বিমান আকাশে ভিনগ্রহী যানের মুখোমুখিও এসে পড়ে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। কোন বিমানের সঙ্গে এমনটা ঘটে, কবে ঘটে, তা যদিও গোপন রাখা হয়েছে। (Pentagon UFO Report)
পেন্টাগনের বার্ষিক রিপোর্টেই শতাধিক বার ভিনগ্রহী যানের দর্শন মেলার উল্লেখ রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, শুধুমাত্র নিউ ইয়র্কের উপকূল অঞ্চলে, আটলান্টিক মহাসাগরের উপর একটি বিমানের সঙ্গে ভিনগ্রহী যানের মুখোমুখি ধাক্কা লাগার উপক্রম হয় বলে জানা গিয়েছে। বিমানের কর্মীরা ফেডারাল এভিয়েশন অ্যা়মিনিস্ট্রেশন (FAA)-কে বিষয়টি জানান। চোঙের মতো দেখতে উড়ন্ত যানের সঙ্গে ধাক্কা লাগার উপক্রম হয় বলে জানানো হয়। কোন সংস্থার বিমান, তা প্রকাশ করেনি পেন্টাগনের ওই রিপোর্ট। (Alien Spaceship Sightings)
ওই রিপোর্টে বলা হয়েছে, নিউ ইয়র্ক থেকে এই প্রথম এমন ঘটনা সামনে এল, যেখানে বিমানের নিরাপত্তার প্রশ্নও জড়িয়ে রয়েছে। ভিনগ্রহী যান দেখতে পাওয়ার এমন ৭৫৭টি নয়া ঘটনা সামনে এসেছে। এর মধ্যে ২০২৩ সালের মে মাস থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত ৪৮৫টি এবং ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে ২৭২টি ঘটনা ঘটে বলে জানা যায়। আগে সেগুলির বিষয়ে কিছু জানানো হয়নি পেন্টাগনকে। ভিনগ্রহী যান দেখতে পাওয়ার যতগুলি দাবি সামনে এসেছে, তার মধ্যে ১৮টি আবার আমেরিকার পরমাণু পরিকাঠামো, অস্ত্রভাণ্ডার এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের কাছাকাছি ঘটেছে বলে জানা যাচ্ছে।
The Pentagon released the annual report on UFO sightings and while they still haven’t found any extraterrestrial origin for the more than 700 new reports that came in last year, there are about two dozen that have them really curious. @martharaddatz reports. pic.twitter.com/YcQUiT1DEU
— Good Morning America (@GMA) November 15, 2024
অজ্ঞাত উড়ন্ত যান সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখার দায়িত্ব All-Domain Anomaly Resolution Office-এর (AARO), যা আমেরিকার প্রতিরক্ষা সচিবের অধীনে পড়ে। Unidentified Anomalous Phenomena (UAP/UFO) নিয়ে এত অভিযোগের সবক’টিকে এখনও খতিয়ে দেখা সম্ভব হয়নি। আপাতত ৪৪৪টি ঘটনার তদন্ত করছে AARO. গতবছর UFO নিয়ে জমা পড়া ২০টির বেশি রিপোর্ট থেকে কিছু ব্যাখ্যা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পেন্টাগনও। নতুন যে কয়েকশো ঘটনা সামনে এসেছে, তার মধ্যে ৪৯টি আবার মহাকাশে ঘটেছে বলেও খবর।
AARO-র ডিরেক্টর জন কোসলোস্কি বলেন, “কিছু এমন ঘটনা রয়েছে, পদার্থবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের লোক হয়েও যেগুলির ব্যাখ্যা পাইনি আমি। কিছু বুঝতে পারিনি, আর কেউ পারবেন কি না, তাও বলতে পারব না। কখনও বলয়াকার, কখনও চোঙের মতো, কখনও আবার ত্রিভুজাকার উড়ন্ত যান দেখতে পাওয়ার ঘটনা সামনে এসেছে। বেশ কিছু দিন ধরেই এমন ঘটনা সামনে আসছে। হতে পারে অনেক কিছু ঘটছে।” তবে ভিনগ্রহী যান, ভিনগ্রহী প্রযুক্তি বা ভিনগ্রহীদের আনাগোনা নিয়ে কোনও উপযুক্ত প্রমাণ নেই বলে জানিয়েছেন জন।
বার বার এমন ঘটনা সামেন আসার দরুণ, ২০২২ সালেও বিশদ রিপোর্ট প্রকাশ করে পেন্টাগন। ওই রিপোর্টে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যত এই ধরনের ঘটনা সামনে এসেছে, তাতে কোথাও ভিনগ্রহী যান বা ভিনগ্রহী প্রাণীদের পৃথিবীতে ঘোরফেরার প্রমাণ মেলেনি। তবে বেশ কিছু ঘটনা সত্যিই আশ্চর্যজনক এবং বিস্ময়কর বলে উল্লেখ করা হয়। আসলে কী ঘটেছিল, সেই সক্রান্ত উন্নতমানের ফুটেজ মেলেনি, তাই বিশদ তথ্যও পাওয়া যায়নি বলে জানায় তারা।
আরও দেখুন