জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাগপুরে পতঞ্জলি মেগা ফুড অ্যান্ড হারবাল পার্ক এখন তার একেবারে চূড়ান্ত পর্যায়ে। ইতিমধ্যেই ৭০০ কোটি বিনিয়োগ সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের জন্য মোট পরিকল্পিত বিনিয়োগ হতে পারে ১৫০০ কোটি।
আরও পড়ুন- Patanjali Mega Food and Herbal Park: এবার নাগপুরে পতঞ্জলি মেগা ফুড অ্যান্ড হারবাল পার্ক, শীঘ্রই শুরু হবে কাজ…
এই ফুড পার্কটি ভারতে ফল ও সবজি প্রক্রিয়াকরণের একটি প্রধান কেন্দ্র হয়ে উঠতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রস, রস জমাটবদ্ধকরণ, পাল্প এবং পেস্ট তৈরি করবে। প্রক্রিয়াকরণ ইউনিটটি নাগপুরের বিখ্যাত কমলা এবং অন্যান্য সাইট্রাস ফলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে।
সাইট্রাস ফলের পাশাপাশি, পার্কটি আম, পেয়ারা, ডালিম, পেঁপে, স্ট্রবেরি, টমেটো এবং গাজরও প্রক্রিয়াজাত করবে। বিশ্বব্যাপী মানের মান বজায় রাখার জন্য একটি অত্যাধুনিক প্যাকেজিং ইউনিটও থাকবে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
এই বিনিয়োগ কেবল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে না বরং আঞ্চলিক পরিকাঠামো উন্নয়নেও সহায়তা করবে। কৃষকরা লাভবান হবেন কারণ পতঞ্জলি তাদের কাছ থেকে সরাসরি পণ্য কিনবে এবং জৈব চাষ গ্রহণে উৎসাহিত করবে।
এই মেগা ফুড পার্ক কৃষিকে শক্তিশালী করবে এবং একটি প্রধান শিল্প কেন্দ্রে পরিণত করবে, যা এই অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আনবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours