NOW READING:
বদলে গেল পাসপোর্টের এই নিয়ম, এবার করতেই হবে এই কাজ 
April 11, 2025

বদলে গেল পাসপোর্টের এই নিয়ম, এবার করতেই হবে এই কাজ 

বদলে গেল পাসপোর্টের এই নিয়ম, এবার করতেই হবে এই কাজ 
Listen to this article


 

Indian Passport : এবার থেকে পাসপোর্টের (Passport Rules) ক্ষেত্রে আপনাকেও মানতে হবে এই নিয়ম। এই সার্টিফিকেট না থাকলেও আপনার আর সমস্যা হবে না। জেনে নিন, কী নিয়ম বদলেছে পাসপার্টে।

এই নথিগুলি খুবই গুরুত্বপূর্ণ
যেকোনো দেশে বসবাস করতে হলে সে দেশের কিছু নথিপত্র খুবই জরুরি। এই নথিগুলি ছাড়া আপনি অনেক কিছুর সুবিধা পাবেন না। আমরা যদি ভারতের কথা বলি, তাহলে এখানে বসবাসকারী মানুষের অনেক নথি থাকা দরকার। এর মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টের মতো নথি। কিছু নথি আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলোর কোনো বিকল্প হয় না। 

উদাহরণস্বরূপ, যদি আপনাকে বিদেশ ভ্রমণ করতে হয়, তবে আপনার অবশ্যই একটি পাসপোর্ট লাগবে। অন্য কোনও বিকল্প নেই। ভারতে, বিদেশ মন্ত্রক পাসপোর্ট দিয়ে থাকে। সম্প্রতি পাসপোর্ট সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এখন যদি কোনো স্বামী-স্ত্রী পাসপোর্টে তাদের নাম যোগ করতে চান, তাহলে তার জন্য এই নথির প্রয়োজন হবে।

ম্যারেজ সার্টিফিকেট লাগবে না
আগে স্বামী-স্ত্রী পাসপোর্টে নাম যোগ করতে চাইলে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, সেই ক্ষেত্রে তাদের বিয়ের সার্টিফিকেটও জমা দিতে হয়। চাকরি বা অন্য কোনো কারণে বিদেশে যেতে হলে পাসপোর্টের প্রয়োজন পড়লে স্বামী-স্ত্রীকে অসুবিধায় পড়তে হত। মনে রাখবেন বিয়ের সার্টিফিকেট পাওয়া ভারতে এখনও তেমন সাধারণ বিষয় নয়।

আমরা যদি ইউপি, বিহার, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলির কথা বলি, আজও এখানে বিয়ের শংসাপত্রকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। যে কারণে এখানকার মানুষদের যখন পাসপোর্টে তাদের জীবনসঙ্গীর নাম যুক্ত করতে হয়, তখন তাদের অনেক সমস্যায় পড়তে হয়। কিন্তু এখন ভারত সরকার বিয়ের শংসাপত্রের প্রয়োজনীয়তা বাতিল করেছে।

এখন লাগবে এই নথি
সম্প্রতি বিদেশ মন্ত্রক বিয়ের পরে পাসপোর্টে আপনার স্ত্রীর নাম যুক্ত করার জন্য বিয়ের শংসাপত্রের প্রয়োজনীয়তার বিষয়টি বাতিল করেছে। এর জন্য ‘সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট’ এখন স্বীকৃতি পেয়েছে। এখন মানুষ Annexure J এর অপশনও পাবে এই ক্ষেত্রে।

মনে রাখবেন, এই অপশনের আওতায় তারা তাদের বিয়ের ছবি ও যৌথ ছবি আপলোড করতে পারবে। যার উপর তাদের উভয়ের যৌথ স্বাক্ষর থাকবে। তাই কিছু তথ্যও এতে দেওয়া যাবে। এই নথিটি বিয়ের শংসাপত্র হিসাবে বিবেচিত হবে। এর ভিত্তিতে পাসপোর্টে স্বামী-স্ত্রীর নাম যুক্ত হবে।

আরও দেখুন



Source link