বিশ্বজিৎ দাস, খড়গপুর : খড়গপুরে IIT পড়ুয়ার রহস্যমৃত্যু। গতকাল রাতে আইআইটির জগদীশচন্দ্র বোস হস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম অনিকেত ওয়ালকর। ২২ বছরের তরুণ মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার বাসিন্দা। ড়গপুর IIT-র সমুদ্রবিদ্যা ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন অনিকেত। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। আত্মহত্যা, নাকি IIT পড়ুয়ার মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
কী ঘটনা ?
হস্টেলে নিজের ঘরে ছিলেন ওই ছাত্র। সহপাঠীরা ডাকাডাকি করলেও সাড়া না মেলায় খবর যায় নিরাপত্তারক্ষীদের কাছে। তাঁরা ছুটে এসে দেখেন, গলায় দড়ির ফাঁসে ঝুলছে অনিকেতের দেহ। খবর পেয়ে আসে খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ। উদ্ধার করা হয় অনিকেতের দেহ। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। কীভাবে ওই ছাত্রের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়ে স্পষ্ট হতে হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতদেহ।
বিস্তারিত আসছে…
আরও দেখুন