NOW READING:
পার্থর বাড়িতেই তৈরি হয়েছিল অযোগ্যদের তালিকা? বিস্ফোরক দাবি সিবিআইয়ের
February 12, 2025

পার্থর বাড়িতেই তৈরি হয়েছিল অযোগ্যদের তালিকা? বিস্ফোরক দাবি সিবিআইয়ের

পার্থর বাড়িতেই তৈরি হয়েছিল অযোগ্যদের তালিকা? বিস্ফোরক দাবি সিবিআইয়ের
Listen to this article


Recruitment Scam: তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়ির অফিসেই তৈরি হয়েছিল, অযোগ্য়দের তালিকা। সুপ্রিম কোর্টে লিখিতভাবে এমনটাই দাবি করল CBI. এমনকী তাঁর সহ-ষড়যন্ত্রী হিসেবে সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা-সহ আরও অনেকের নামেরও উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি। বিরোধীদের প্রশ্ন, খোদ শিক্ষামন্ত্রীর বাড়িতেই যদি অযোগ্য়দের তালিকা তৈরি হয়, তাহলে হাজার হাজার যোগ্য প্রার্থীর জীবনে এই যে অনিশ্চয়তা নেমে এসেছে, তার দায় রাজ্য় সরকারের হবে না কেন?

 

 

কয়েকদিন আগেই ঘটেছে হাড়হিম করা ঘটনা, IT কর্মীরা কতটা নিরাপদ রাতের নিউটাউনে?

 

রাজ্যের তথ্যপ্রযুক্তি কেন্দ্র নিউটাউন। ঝাঁ চকচকে অফিস পাড়ায় রোজ অন্তত ৫৫ হাজার আইটি কর্মী কাজের সূত্রে যাতায়াত করেন। সেখানেই টোটোয় করে বাড়ি ফিরতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি হয়েছে ১৪ বছরের কিশোরীর। যা উদ্বেগ বাড়াচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে নিত্য যাত্রীদের। আইটি কর্মীদের অনেককেই রাত পর্যন্ত কাজ করতে হয়। রাত বিরেতে বাস মেলে না। তখন তো অটো-টোটোই ভরসা। সেই টোটো-চালকের বিরুদ্ধেই খুন-ধর্ষণের মতো অভিযোগ উঠেছে। যা ঘিরে বাড়ছে আতঙ্ক। 

 

 



Source link