NOW READING:
জেলে ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, মেডিক্যাল বোর্ড গঠন করতে চিঠি SSKM-কে
March 20, 2025

জেলে ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, মেডিক্যাল বোর্ড গঠন করতে চিঠি SSKM-কে

জেলে ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, মেডিক্যাল বোর্ড গঠন করতে চিঠি SSKM-কে
Listen to this article


কলকাতা: ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন তিনি। সেই অবস্থাতেই ফের একবার অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। পার্থর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করতে SSKM হাসপাতালকে চিঠি দিলেন প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। জেল সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি ফের অসুস্থ হয়ে পড়েছেন। (Partha Chatterjee)

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর পা ফুলেছে। কোনও সাহায্য ছাড়া দাঁড়াতে পারছেন না তিনি। কী কারণে পা ফুলেছে, তা জানতে মেডিক্যাল বোর্ড গঠন করতে বলে চিঠি দিয়েছেন প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। এর আগে, বাইপাসের ধারে আর এন টেগোর হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ। জেল সূত্রে খবর, আর এন টেগোর হাসপাতাল থেকে ফেরার পর প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। (SSKM Hospital)

নয় নয় করে প্রায় তিন বছর হতে চলল নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন পার্থ। ২০২২ সালে গ্রেফতার হওয়ার পর পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পর বেশ কয়েক বার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। আদালতে জামিনের আর্জিতেও বার বার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন পার্থ। চলতি বছরের জানুয়ারি মাসেও অসুস্থ হয়ে পড়েন তিনি। কিন্তু সেবার SSKM-এর চিকিৎসায় সন্তুষ্ট ছিলেন না পার্থ। তাই আদালতে অনুমতি সাপেক্ষে আর এন টেগোরে ভর্তি হন। 

 

আরও দেখুন



Source link