NOW READING:
Waqf amendment Bill: ১২ ঘণ্টার ম্যারাথন! লোকসভার পর এবার রাজ্যসভায় পাস ওয়াকফ বিল…
April 4, 2025

Waqf amendment Bill: ১২ ঘণ্টার ম্যারাথন! লোকসভার পর এবার রাজ্যসভায় পাস ওয়াকফ বিল…

Waqf amendment Bill: ১২ ঘণ্টার ম্যারাথন! লোকসভার পর এবার রাজ্যসভায় পাস ওয়াকফ বিল…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইতিমধ্যেই টানা প্রায় ১২ ঘণ্টা তুমুল বিতর্কের পর লোকসভায় পাস হয়ে গেল ওয়াকফ বিল। বুধবার মধ্য়রাতেরও পরে ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়ে ২৮৮টি। বিপক্ষে পড়ে ২৩২ ভোট। আজ ওয়াকফ বিল পেশ হবে রাজ্যসভায়। ওই বিল নিয়ে বিরোধীদের কোনও যুক্তিই শেষপর্যন্ত মানতে চায়নি সরকার। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

সৌগত রায় প্রশ্ন তোলেন জেপিসিতে দেওয়া বিরোধীদের মতামতকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। পাশাপাশি গতকালই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য বলেন, ওয়াকফ বিল মুসলিমদের স্বার্থ বিরোধী। কিন্তু বিরোধীদের কোনও কথাতেই কান দিল না সরকার। সংখ্য়ার বলে পাস হয়ে গেল ওয়াকফ বিল।

এবার রাজ্যসভাতেও পাস হল ওয়াকফ বিল। রাজ্যসভায় ১২৮ ভোটে পক্ষে এবং ৯৫ ভোট বিপক্ষে ভোট পরে। লোকসভাতে ২২৮-২৩২ ভোটে ওয়াকফ বিল পাস হয়। বেশকিছু পয়েন্ট শুক্রবার উঠে আসে।

(সবিস্তারে আসছে)  

আরও পড়ুন: স্টেশনে ট্রেনের আওয়াজে ঢাকা পড়ল ক্ষুধার্ত তরুণীর ধর্ষণের আর্তনাদ! যুবকের লালসা তখন…

আরও পড়ুন: মায়ের জন্য রুটি বানিয়ে, নিজের জন্য পিৎজা-কোল্ড ড্রিংক অর্ডার করে তারপর চরম পথ বেছে নিলেন প্রীতি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link