NOW READING:
রবিবার অলিম্পিক্স দেখতে যাচ্ছেন দ্রাবিড়, কী নিয়ে বৈঠক করবেন প্রেমের শহরে?
July 27, 2024

রবিবার অলিম্পিক্স দেখতে যাচ্ছেন দ্রাবিড়, কী নিয়ে বৈঠক করবেন প্রেমের শহরে?

রবিবার অলিম্পিক্স দেখতে যাচ্ছেন দ্রাবিড়, কী নিয়ে বৈঠক করবেন প্রেমের শহরে?
Listen to this article


প্যারিস: আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে কি এবার অন্তর্ভুক্ত হবে ক্রিকেট? অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি হবে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে আগেই। এ নিয়ে আলোচনা করতে রবিবার, ২৮ জুলাই প্যারিসে যাচ্ছেন কিংবদন্তি রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। যিনি সদ্য ভারতীয় দলের কোচ হিসাবে টি-২০ বিশ্বকাপ জিতেছেন।                       

প্যারিসের পার্ক দে লা ভিলেত্তেতে অবস্থিত ইন্ডিয়া হাউসে এ নিয়ে বৈঠকে বসতে চলেছেন রাহুল দ্রাবিড়। অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি ও তার প্রভাব নিয়ে আলোচনা করতে একটি প্যানেল তৈরি করা হয়েছে। যে প্যানেলে রয়েছেন দ্রাবিড়ও। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর কীভাবে তা নিয়ে এগনো হবে, তা আলোচনা করবে এই কমিটি।

ভারতীয় অলিম্পিক সংস্থা (IOA)-র সঙ্গে যৌথ উদ্যোগে প্যারিসে ইন্ডিয়া হাউস তৈরি করেছে রিলায়েন্স ফাউন্ডেশন। সেখানেই ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি উদযাপনও করা হবে। সেখানে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছে। যে আলোচনা সভার নামকরণ করা হয়েছে, ‘ক্রিকেট অ্যাট দ্য অলিম্পিক্স – ডন অফ আ নিউ এরা’।           

 

কারা রয়েছেন বিশেষজ্ঞ প্যানেলে? দ্রাবিড় ছাড়াও আছেন আইসিসি-র চিফ এগজিকিউটিভ অফিসার জেফ অ্যালার্ডাইস, ড্রিম স্পোর্টসের সিইও হর্ষ জৈন। অ্যালার্ডাইস জানিয়ে রেখেছেন যে, সর্বোচ্চ পর্যায়ে খেলার সবরকম সুযোগ সুবিধা দিতে বদ্ধপরিকর তাঁরা। বিশ্বে ক্রিকেটের প্রসারে কাজও করতে চান। খেলাটির উন্নতির জন্য আইসিসি সব রকম সহযোগিতা করবে বলেই জানিয়েছেন অ্যালার্ডাইস।                                   

আরও পড়ুন: দিমিত্রি-জিকসনকে রেখে ডুরান্ড কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ইস্টবেঙ্গলের

আরও দেখুন





Source link