# Tags
#Blog

পরীক্ষার ভয়ে রাতের ঘুম উড়েছে ? অনায়াসে ভয়কে জয় করার টিপস দিলেন প্রধানমন্ত্রী

পরীক্ষার ভয়ে রাতের ঘুম উড়েছে ? অনায়াসে ভয়কে জয় করার টিপস দিলেন প্রধানমন্ত্রী
Listen to this article


জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়া ছাত্রছাত্রীদের ভীতি কাটাতে, উৎসাহ দিতে প্রতিবছরই পরীক্ষা পে চর্চা করেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির পরীক্ষা পে চর্চার PPC 2025)  এবার অষ্টম সংস্করণ।  পরীক্ষা পে চর্চায় প্রতি বছরের মতোই প্রধানমন্ত্রী উত্তর দিলেন ছাত্রছাত্রীদের নানা  প্রশ্নের। এই বছর ব্যাপক সাড়া ফেলেছে পরীক্ষার্থীদের সঙ্গে মোদির সেশন।  “পরীক্ষা পে চর্চা”য় রেজিস্টার করিয়েছেন, ৩.৩০ কোটিরও বেশি শিক্ষার্থী। থাকছেন ২০.৭১ লক্ষ শিক্ষক । সাড়ে ৫ লক্ষ অভিভাবকও অনুষ্ঠানে হাজির থাকবেন। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়া ছাত্রছাত্রীদের মোদি যা যা বললেন, তা মোটামুটি এই রকম। 

  •  প্রধানমন্ত্রী মোদি সবসময় সময়ের সঠিক ব্যবহারের উপর গুরুত্ব দেন। সময়কে কাজে লাগানোর কৌশলটা ঠিক করার উপর জোর দিতে বললেন পড়ুয়াদের।  পরীক্ষার হলে  কীভাবে সময়টাকে ভাগ করে নেবে, কীভাবে নির্দিষ্ট সময়ে নিজেকে উজাড় করে দেবে, তার মহড়া নিতে হবে আগে থেকেই। রণকৌশল ঠিক করে নিতে হবে আগে থেকেই।   
  • পরীক্ষার প্রয়োজনীয়তা তো আছেই। তবে প্রধানমন্ত্রী পাশাপাশি জোর দিলেন, সিলেবাসভিত্তিক পরীক্ষা আর জীবনের সত্যিকারের শিক্ষাটা আলাদা। সেটা গুলিয়ে ফেলা ঠিক নয়।শিক্ষার্থীদের কেবল পরীক্ষার প্রস্তুতি নিলে হবে না, জ্ঞান অর্জনের উপর মনোনিবেশ করা দরকার, মনে করেন মোদি। 
  •  শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর পরামর্শ,  তাঁদের শুধু পরামর্শ দিলেই হবে না। প্রতিটি ছাত্রছাত্রীর মধ্যে যে অনন্য প্রতিভা আছে, তা চিনে নিতে হবে।  ছাত্রছাত্রীদের জন্য এমন পরিবেশ গড়ে দিতে হবে, যেখানে তারা নিজেরা তাদের গুরুত্ব অনুভাব করে। 
  • পরীক্ষার সিলেবাসের বাইরে পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপেও উৎসাহ জোগান  প্রধানমন্ত্রী। অভিভাবকদের জন্য প্রধানমন্ত্রী মোদির টিপস, পড়াশোনা তো আছেই, কিন্তু শিশুদের বিশেষ আগ্রহের দিকেও গুরুত্ব দিতে হবে। নিজেদের পছন্দ খুঁজে বের করার  স্বাধীনতা দিতে হবে। প্রধানমন্ত্রীর পরামর্শ, শিক্ষার্থীদের কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় এবং তাদের শখের দিকটিও নজর দিতে হবে।  কারণ তা শিশুর সামগ্রিক বিকাশে সাহায্য করে।
  •  পরীক্ষার চাপ সামলানোর টিপস দিতে গিয়ে প্রধানমন্ত্রী টেনে আনলেন ক্রিকেটের প্রসঙ্গ। বললেন,  যেমন একজন ব্যাটসম্যান অত ভিড়, অত কোলাহলের মধ্যেও নজর রাখে শুধু বলের উপর, তেমনি শিক্ষার্থীদের বাইরের চাপে গুরুত্ব না দিয়ে  শেখার দিকে মনোযোগ দেওয়া উচিত।
  • পরীক্ষা ভাল দিতে গেলে সুস্থ তো থাকতেই হবে, দিতে হবে স্বাস্থ্যের উপর নজর। শরীর ও মন সুস্থ রাখতে, সঠিক ঘুম এবং সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে করালেন মোদি। 

যাঁরা এ বছর বড় পরীক্ষা দিতে যাচ্ছো, তারা একবার অনুসরণ করতেই পারো প্রধানমন্ত্রীর টিপস। 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal