জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৩ বছরে পুরোপুরি বদলে গেলেন আনন্দ কর? একসময় যে হেমলক সোসাইটি চালাত, মানুষকে প্রকারান্তরে বাঁচতে শেখাত, সে এখন চালায় কিলবিল সোসাইটি, যার মাধ্যমে সে অর্ডার মাফিক খুন করে। আনন্দ কর এখন মৃত্যুঞ্জয় কর। মাথা ন্যাড়া, চোখে চশমা, মুখে চোখে এক অদ্ভুত নিষ্প্রভতা। শনিবার প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি কিলবিল সোসাইটির প্রথম ঝলক, যা এক অর্থে রোমহর্ষক।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
‘আনন্দ কর’ ও তাঁর রহস্যময় প্রত্যাবর্তনের গল্প বলবে ‘কিলবিল সোসাইটি’। সৃজিত মুখোপাধ্যায় এবার পরমব্রত চট্টোপাধ্যায়কে একেবারে অন্য লুকে ফিরিয়ে এনেছেন, এই এক্সক্লুসিভ লুকের সঙ্গেই গল্পে থাকছে প্রচুর ট্যুইস্ট। প্রথম ঝলকেই জানা গেল যে আনন্দ কর কিন্তু আর আগের মতো হাসিখুশি মজার মানুষ নেই। বরং অনেক বেশিই ঠান্ডা, কঠিন স্বভাবের হয়ে উঠেছে। কেন এমন তাঁর পরিবর্তন হল? কেন সে হয়ে উঠল ভাড়াটে খুনি?
আরও পড়ুন- Bollywood’s Dark Secret: ‘বলিউডে সবাই দুমুখো, শুয়েও কাজ পেতে রাজি! সিক্রেট হোয়াটসঅ্যাপে গ্রুপে হয় রফা…’
শনিবার প্রথম লুকে দেখা গেল এক মহিলার সামনে দাঁড়িয়ে পয়েন্ট ব্ল্যাঙ্কে মাথায় গুলি করছেন পরমব্রত। তবে তিনি এখন আর আনন্দ কর নন, তিনি মৃত্যুঞ্জয় কর। এবার আনন্দ করের সঙ্গে থাকছেন পূর্ণা আইচ। কৌশানী মুখোপাধ্যায়কে দেখা যাবে পূর্ণা আইচের চরিত্রে। পূর্ণা কখনও নিয়ম মেনে চলেনি। কোনও কিছুকেই তোয়াক্কা করে না সে। কারোর কিছু কথাও সে শোনে না। সে কোনও কিছুকেও ভয় পায় না। পূর্ণা একেবারেই বাপরোয়া এক মেয়ে এবং সে অনেকই সাহসী।
আরও পড়ুন- Aamir Khan Girl Friend: ৬০ বছরে তৃতীয় বিয়ের পরিকল্পনা! লজ্জায় লাল আমির বললেন…
‘কিলবিল সোসাইটি’তে, সৃজিত মুখার্জি কৌশানি মুখার্জিকে এক অসাধারণ লুক দিয়েছে। তাঁর পূর্ণা চরিত্রটি একেবারেই স্বাধীনচেতা এক মানুষের গল্প বলে। কিন্তু ক্রমশ তাঁর মধ্যে ভয় গ্রাস করে। পরিবর্তন হয় তাঁর স্বভাব। কিন্তু কেন এরকম হল? তা জানার জন্য আর একটু অপেক্ষা করতে হবে। আনন্দ কর এবং পূর্ণা আইচ এই দুই মুখ্য চরিত্র ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন আর অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রতিটা চরিত্রই এক অদৃশ্য সুতোয় বাঁধা। কেমন তাঁদের সমীকরণ, তা জানা যাবে আগামী ১১ এপ্রিল, সেদিনই মুক্তি পাবে বহুপ্রতীক্ষিত ‘কিলবিল সোসাইটি’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours