NOW READING:
Parambrata Chattopadhyay: ‘crush ক্ষণস্থায়ী class চিরদিনের’! তৃপ্তি নয়, বিদ্যায় মুগ্ধ পরমব্রত…
January 27, 2025

Parambrata Chattopadhyay: ‘crush ক্ষণস্থায়ী class চিরদিনের’! তৃপ্তি নয়, বিদ্যায় মুগ্ধ পরমব্রত…

Parambrata Chattopadhyay: ‘crush ক্ষণস্থায়ী class চিরদিনের’! তৃপ্তি নয়, বিদ্যায় মুগ্ধ পরমব্রত…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউডে পরমব্রত চট্টোপাধ্যায় এক অন্যতম জনপ্রিয় অভিনেতা। টলিউডের পাশাপাশি তিনি বলিউডে একাধিক ছবিতে কাজ করেছেন। এবং সমানতালে প্রশংসা কুড়িয়েছেন। বলিউডে তিনি বিদ্যা বালানের ‘কাহানি’ ছবি দিয়ে ডেবিউ দিয়েছিলেন। এরপর তিনি অনুষ্কা শর্মার সঙ্গে ‘পরী’, তৃপ্তি দিমরির সঙ্গে ‘বুলবুল’ ছবিতে অভিনয় করেছেন।

সম্প্রতি পরমব্রত কলকাতায় একটি স্ক্রিন লাইভ ইভেন্টে যোগ দিয়েছেন। সেখানে তিনি ব়্যাপিড ফায়ার রাউন্ডে অংশ নিয়েছিলেন। ওই খেলাতে তাঁকে অভিনেতা-অভিনেত্রীদের প্রতিভার ভিত্তিতে ব়্যাঙ্ক দিতে বলা হয়েছিল। সেখানেই তিনি বিদ্যা বালানকে সবচেয়ে প্রতিভাবান হিসাবে স্থান দিয়েছেন, যেখানে তিনি তৃপ্তি দিমরিকে নিচে রেখেছেন। 

অন্যদিকে তৃপ্তিকে এই মুহূর্তে ‘ন্যাশানাল ক্রাশ’ হিসাবে দেখা হয়। সেই বিষয়ে পরমব্রত বলেন, ‘ক্রাশ ক্ষণস্থায়ী। কিন্তু ক্লাস চিরস্থায়ী। আমি ঝগড়া করতে চাই না। তাও সরি। ওঁনাকে যেন কী বলে ডাকা হয়? ভাবী ২।’ 

আরও পড়ুন:Hooghly: সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল! প্রেমিকার নাবালক ছেলেকে হাড়হিম খুন…

এরপরেও, অভিনেতা তাঁর বিবৃতি স্পষ্ট করে বলেছেন যে, তৃপ্তি খুবই সুন্দর মেয়ে। তিনি মনে করেন যে, অভিনেত্রী এখনও অনেক দূর অবধি যাবেন। তিনি বলেন, ‘তৃপ্তি খুবই অল্প বয়সে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। এখনও তিনি অনেক কিছু শিখবেন। কিন্তু বিদ্যা, তিনি যাই করুক না কেন, তাঁর ক্লাসটাই আলাদা।’

তৃপ্তি-বিদ্যার পাশাপাশি পরমব্রতকে অনুরাগ কাশ্যপের বাংলা ছবিকে ‘ঘটিয়া’ বলার প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘খুব ঢিলেঢালাভাবে এবং অযত্নে তৈরি করা দক্ষিণের রিমেকগুলি জনসাধারণের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছিল। দর্শকরা এতে খুব ভাল প্রতিক্রিয়া দেখায়নি কারণ তারা একই ছবিগুলি দেখতে পেয়েছে। হিন্দিতে ডাব করা হয়েছে।’

অভিনেতা আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের একটি বড় অংশ বাংলা সিনেমা দেখে না কারণ তারা মনে করে যে কেউ তাদের সম্পর্কে চিন্তা করে না, তাই এটি গুরুত্বপূর্ণ যে বাংলা সিনেমায় গণবিনোদনকারীরা তৈরি করা হয় এবং তারা অর্থ উপার্জন করে।’

কাজের দিক দিয়ে পরমব্রতকে শেষবার থ্রিলার ছবি ‘সত্যিই বলে সত্যি কিছু নেই’তে দেখা গিয়েছে। চলতি বছরের ২৩ জানুয়ারি ছবিটি মুক্তি পায়। পরমের পাশাপাশি ছবিতে দেখা গিয়েছে ত্বিক চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনন্যা চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link