# Tags
#Blog

Sukhbir Singh Badal Shot: স্বর্ণমন্দিরে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, আততায়ীর উপরে ঝাঁপিয়ে পড়ল লোকজন

Sukhbir Singh Badal Shot: স্বর্ণমন্দিরে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, আততায়ীর উপরে ঝাঁপিয়ে পড়ল লোকজন
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পঞ্জাবের স্বর্ণ মন্দিরের মতো হাই সিকিউরিটি জোনে অকালি দল নেতা ও পঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল এক ব্য়ক্তি। তবে পিস্তল বের করে গুলি চালানোর আগেই ওই আততায়ীকে ধরে ফেলে আসপাশের লোকজন। অল্পের জন্য রক্ষা পান বাদল। এনিয়ে তুমুল উত্তেজনা ছড়াল স্বর্ণমন্দির এলাকায়।

আরও পড়ুন-সপ্তাহের মাঝে ভোগাবে বৃষ্টি, তাপমাত্রা নেমে যাবে আরও ৩ ডিগ্রি

সেবা দেওয়ার জন্য বুধবার সকালে স্বর্ণ মন্দিরে আসেন সুখবীর সিং বাদল। গেটের সামনে তিনি যখন বসে ছিলেন সেই সময় অন্যান্য লোজনের সঙ্গে সুখবীরের কাছাকাছি চলে আসে নারায়ণ সিং চৌরা নামে ওই আততায়ী। এরপর আচমকাই প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে গুলি চালাতে যায়। ওই দৃশ্য দেখেই কাছে থাকা একজন চৌরার হাত ধরে ফেলেন। তাকে চেপে ধরেন অন্যান্যরা। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিস। এখন  খতিয়ে দেখা হচ্ছে ওই ব্যক্তির পিছনে কোনও গোষ্ঠী রয়েছে কিনা।

ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমকে সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগে সুখবীর সিং বাদলকে শাস্তি দিয়েছে অকাল তখত। সেই সাজা অনুযায়ী সুখবীরকে ২ ঘণ্টা বাথরুম ও অন্যান্য সাফাইয়ের কাজ করতে হবে। সেই কাজই করতে এসেছিলেন বাদল।

ওই হামলার ঘটনা নিয়ে শিরোমনি অকালি দলের মুখপাত্র নরেশ গুজরাল বলেন, হামলার ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। ঈশ্বরকে ধন্যবাদ যে বাদলের কিছু হয়নি। আমাদের দল বারবারই বলে আসছে পঞ্জাবের আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে। এখন দেখেন স্বর্ণমন্দিরের গেটে হামলা হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal