কলকাতা: এক সপ্তাহে দ্বিতীয়বার, ফের পানিহাটির ২ কাউন্সিলরকে (Panihati Councilor Threat) হুমকির অভিযোগ। পানিহাটির ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তী এবং ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস দে-কেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ঘোলা এবং খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
২ কাউন্সিলরকে হুমকির অভিযোগ: এক সপ্তাহের মধ্যে দু’বার। ফের পানিহাটি পুরসভার দুই তৃণমূল কাউন্সিলরকে হুমকি-ফোন করার অভিযোগ। এবার বাংলাদেশের নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পানিহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তী। তাঁর অভিযোগ, গতকাল দুপুরে তাঁর কাছে ফোন আসে। ফোনে বলা হয়, ‘অনেক নাটক হয়েছে, এবার তৈরি থাকুন’। ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছেন পানিহাটি পুুরসভার তৃণমূল কাউন্সিলর। একই সময়ে বাংলাদেশের নম্বর থেকে তাঁর কাছেও ফোন এসেছিল বলে অভিযোগ করেছেন ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং বিদ্যুৎ বিভাগের পুর পারিষদ তাপস দে। তিনি খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত শনিবার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট চক্রবর্তী, পানিহাটির উপ পুরপ্রধান সুভাষ চক্রবর্তী এবং ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং বিদ্যুৎ বিভাগের পুর পারিষদ তাপস দে-কে হুমকি ফোন করার অভিযোগ ওঠে।
গত সপ্তাহে পানিহাটির তৃণমূল কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তিনি দাবি করেন, হুমকি দেওয়া হয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর ছেলেকেও। ফোনের পাশাপাশি ফেসবুকে ‘র নিউজ’ নামে একটি পেজ থেকেও অভয়াকাণ্ডের প্রসঙ্গ তুলে তৃণমূল কাউন্সিলরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সম্রাট চক্রবর্তী জানান, “তিলোত্তমা প্রসঙ্গে এনে যে কথা বলা হচ্ছে তাতে হয়তো তিলোত্তমার প্রতি মানুষের যা সহানুভূতি তা ম্লান করছে। আপনি তিলোত্তমার সময় সাড়ে ৭ মাস চুপ ছিলেন। এখনও থাকবেন। আমরা যা করব দেখবেন। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষকে ব্রিজে ঝুলিয়ে দেব। আমাকে বলা হয়েছে রাজনীতি করবেন না। দল ছাড়তে বলছি না। কিন্তু আমাদের মধ্যে আসবেন না। রাজনীতি থেকে নিষ্ক্রিয় হতে বলছে।” এর আগে ফোনে হুমকি পেয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূল কাউন্সিলর সুভাষ চক্রবর্তী। গত বুধবার তিনি অসম থেকে ফেরেন। পানিহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে দেওয়া হয় পুলিশি নিরাপত্তা। কাউন্সিলরের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে একজন কনস্টেবলকে।
আরও দেখুন