<p>ABP Ananda Live: ২৪ ঘণ্টার মধ্যেই পানিহাটি পুরসভার ৩ কাউন্সিলরকে ফোনে হুমকির অভিযোগ।একই ফোন নম্বর থেকে সম্রাট চক্রবর্তী, তাপস দে ও সুভাষ চক্রবর্তীকে ‘হুমকি’। প্রাণে মারার হুমকির অভিযোগ তৃণমূল কাউন্সিলর তাপস দে-র। ‘পানিহাটি পুরসভার চেয়াম্যান পরিবর্তনের পরেই এই ঘটনা’, অভিযোগ পানিহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস দে-র।</p>
<p> </p>
<p><strong>পার্কিং বিবাদে নিউটাউনে অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের তাণ্ডব!</strong></p>
<div id="67e1614f5af1be6c431a2752" class="sub-blogs-wrap">
<div class="sub-blog-detail">
<p>পার্কিং বিবাদে নিউটাউনে অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের তাণ্ডব! দিনের আলোয় দলবল নিয়ে আবাসনে ঢুকে নিরাপত্তারক্ষীকে মার! দলবল নিয়ে অভিজাত আবাসনে ঢুকে তাণ্ডব, আতঙ্কে আবাসিকরা। সিসি ক্যামেরাবন্দি তাণ্ডব, তাও এখনও অভিযুক্তরা অধরা থাকায় আতঙ্ক। অভিযোগ করলেও অনলাইন ডেলিভারি সংস্থার মুখে কুলুপ, দাবি আবাসিকদের। তদন্ত শুরু হয়েছে, গ্রিন উড সোনাটায় হামলায় দাবি ইকো পার্ক সূত্রে </p>
</div>
</div>
<div id="67e15851f4799702e70af7a2" class="sub-blogs-wrap">
<div class="time-wrap">
<div class="time"> </div>
</div>
</div>
Source link
২৪ ঘণ্টার মধ্যেই পানিহাটি পুরসভার ৩ কাউন্সিলরকে ফোনে হুমকির অভিযোগ
