NOW READING:
মলয় রায়ের ইস্তফা, নতুন পুরপ্রধান পেল পানিহাটি
March 21, 2025

মলয় রায়ের ইস্তফা, নতুন পুরপ্রধান পেল পানিহাটি

মলয় রায়ের ইস্তফা, নতুন পুরপ্রধান পেল পানিহাটি
Listen to this article



<p>ABP Ananda Live: অমরাবতী মাঠ বিতর্কে নতুন পুরপ্রধান পেল পানিহাটি । মলয় রায়ের ইস্তফা, নতুন চেয়ারম্যান সোমনাথ দে । ৩২ তৃণমূল কাউন্সিলরের সমর্থনে পুরপ্রধান নির্বাচিতগরহাজির পদত্যাগী পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় ।&nbsp; অমরাবতী মাঠে প্রোমোটার-রাজ বন্ধের আশ্বাস নতুন পুরপ্রধানের।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>স্বামীর চোখের সামনে মর্মান্তিক মৃত্য়ু হল স্ত্রীর</strong></p>
<p>সাত সকালে তাড়াহুড়োর মধ্যেই বিধাননগর স্টেশনে নেমেছিলেন লেকটাউনের দক্ষিণদাঁড়ির বাসিন্দা সুষমা প্রসাদ। একটু সময় বাঁচাতে এই রেল লাইন ধরেই এগোচ্ছিলেন গন্তব্যের দিকে কিন্তু পৌঁছনো আর হল না। বিধাননগর স্টেশন থেকে লেকটাউনের দক্ষিণদাঁড়ির দিকে যাওয়ার পথে ছোট একটি খালের ওপর রয়েছে রেল ব্রিজ।&nbsp; সেই রেলব্রিজ ধরে রেললাইন পেরোতে গিয়ে জীবনই চলে গেল। স্বামীর চোখের সামনে মর্মান্তিক মৃত্য়ু হল স্ত্রীর। সকাল সাতটা নাগাদ বিধাননগর স্টেশনে নেমে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন লেকটাউন দক্ষিণদাঁড়ির বাসিন্দা সুষমা প্রসাদ। এভাবে এগোতে এগোতে পৌঁছে যান রেল চলাচলের ব্রিজের উপর।&nbsp; সঙ্গে ছিলেন তাঁর স্বামী বিকাশ প্রসাদ। হঠাৎ দেখেন আপ ও ডাউন, দুদিক থেকেই ট্রেন আসছে আর তিনি মাঝখানে। আতঙ্কে, প্রাণে বাঁচার তাগিদে রেলব্রিজের ফাঁক দিয়ে নিচে রাস্তায় ঝাঁপ দেন চল্লিশ বছরের ওই মহিলা।</p>



Source link